ঢাকা, মঙ্গলবার, ১১ ভাদ্র ১৪৩২, ২৬ আগস্ট ২০২৫, ০২ রবিউল আউয়াল ১৪৪৭

সারাদেশ

শ্যামনগরে সুদের টাকা নিয়ে সংঘর্ষে আহত এক ব্যক্তির মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:২৪, আগস্ট ২৬, ২০২৫
শ্যামনগরে সুদের টাকা নিয়ে সংঘর্ষে আহত এক ব্যক্তির মৃত্যু

সাতক্ষীরা: সাতক্ষীরার শ্যামনগরে সুদের টাকা লেনদেনের বিরোধকে কেন্দ্র করে দুইপক্ষের মধ্যে সংঘর্ষে আহত মুজিবর গাজীর (৬২) মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৬ আগস্ট) সকালে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মুজিবর গাজী শ্যামনগর উপজেলার ঈশ্বরীপুর ইউনিয়নের বংশীপুর এলাকার মৃত আহাদ আলী গাজীর ছেলে।

জানা গেছে, সুদের টাকা লেনদেনের বিরোধকে কেন্দ্র করে গত ২৪ আগস্ট সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার সোনার মোড় মৎস্য আড়ৎ এলাকায় সংঘর্ষের ঘটনা ঘটে। এতে মুজিবর গাজী ও অমল সরকারসহ উভয়পক্ষের ৬ জন আহত হয়। পরে তাদেরকে উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এরমধ্যে অমল সরকার ও মুজিবর গাজীর অবস্থার অবনতি হলে তাদের সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকালে মুজিবর গাজীর মৃত্যু হয়।

‎এ বিষয়ে শ্যামনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির মোল্লা বলেন, সংঘর্ষে ঘটনায় সোমবার রাতে আলাউদ্দিন ও সুশান্ত সরকার নামের দুইজন বাদী হয়ে পৃথক দুটি মামলা করেছেন। জড়িতদের গ্রেফতারে চেষ্টা চলছে।

 

 

এমআরএম

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।