বান্দরবান জেলায় সব ধরনের অবৈধ ইটভাটার কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে ইটভাটা প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) অনুযায়ী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে নির্দেশনা দিয়ে গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
রোববার (২৪আগস্ট) বান্দরবানের জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক শামীম আরা রিনি এই গণবিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন এবং মঙ্গলবার (২৬ আগস্ট) বিকেলে গণবিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়।
গণবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ইটভাটা প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) অনুযায়ী অবৈধ ইটভাটার কার্যক্রম বন্ধসহ কাঠ ও বনজদ্রব্য ব্যবহারকারী অবৈধ ইটভাটার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের ২৪ জুলাই ২০২৫ তারিখের স্মারকের নির্দেশনার আলোকে বায়ু দূষণ নিয়ন্ত্রণ ও পার্বত্য অঞ্চলের জীববৈচিত্র্য রক্ষায় বান্দরবান জেলায় অবৈধ ও অননুমোদিত সব ইটভাটার কার্যক্রম বন্ধ রাখতে হবে, আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রসঙ্গত, এর আগে বিগত বছরেও জেলা প্রশাসন থেকে বান্দরবানের সবধরনের অবৈধ ইটভাটার কার্যক্রম বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছিল। নির্দেশনা অমান্য করে যারা বিভিন্নভাবে ইটভাটা পরিচালনা করেছিল তাদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা ও অবৈধ ইটভাটাগুলো ভেঙে দিয়েছিল ভ্রাম্যমাণ আদালত।
আরএ