মৌলভীবাজারের পাহাড়ি অঞ্চলে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৬০০ ঘনফুট বালু জব্দ করেছে প্রশাসন।
মঙ্গলবার (২৬ আগস্ট) মৌলভীবাজার জেলা প্রশাসক (ডিসি) মো. ইসরাইল হোসেনের নির্দেশনা মোতাবেক এবং শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইসলাম উদ্দিনের সার্বিক তত্ত্বাবধানে শ্রীমঙ্গল উপজেলার সিন্দুরখান ইউনিয়নসহ বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ প্রতিরোধে সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ মহিবুল্লাহ আখন এর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
এ সময় উপজেলায় ইজারাকৃত বিভিন্ন বালু মহালে অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালত। অভিযানে সহযোগিতা করেন বাংলাদেশ সেনাবাহিনী।
এ প্রসঙ্গে সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ মহিবুল্লাহ আখন বাংলানিউজকে বলেন, আমাদের এ ঝটিকা অভিযানে আনুমানিক ৫০০ থেকে ৬০০ ঘনফুট বালু জব্দ করা হয়েছে। আমরা প্রত্যাশা করেছিলাম আরও বেশি হবে। গতরাতের বৃষ্টির কারণে বেশ কিছু বালু ধুয়ে সরে গিয়েছে।
বালু খেকোদের বিরুদ্ধে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
বিবিবি/আরএ