ঢাকা, বুধবার, ১২ ভাদ্র ১৪৩২, ২৭ আগস্ট ২০২৫, ০৩ রবিউল আউয়াল ১৪৪৭

সারাদেশ

মহালছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৫২, আগস্ট ২৭, ২০২৫
মহালছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ রোগীকে চিকিৎসা ও ওষুধ সরবরাহ করা হচ্ছে।

খাগড়াছড়ির মহালছড়ি সেনা জোনের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ করা হয়েছে।  

বুধবার (২৭ আগস্ট) সকালে মানবিক সিঙ্গিনালা উচ্চ বিদ্যালয় মাঠে বিনামূল্যে এই সেবা দেওয়া হয়।

 

সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত প্রায় তিন শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ সরবরাহ করা হয়। এ সময় জ্বর, সর্দি-কাশি, রক্তস্বল্পতা, ডায়রিয়া, পেটব্যথা, শারীরিক দুর্বলতা, মাথাব্যথা, দাঁতের ব্যথাসহ নানান রোগের চিকিৎসা দেওয়া হয়।

মহালছড়ি জোনের আরএমও ক্যাপ্টেন অতনু বিশ্বাস জানান, ভবিষ্যতেও এই ধরনের চিকিৎসা সহায়তা অব্যাহত থাকবে।  

এডি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।