ঢাকা, বৃহস্পতিবার, ২৪ আশ্বিন ১৪৩২, ০৯ অক্টোবর ২০২৫, ১৬ রবিউস সানি ১৪৪৭

সারাদেশ

নাটোর ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল যুবকের

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:২১, সেপ্টেম্বর ১, ২০২৫
নাটোর ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল যুবকের ফাইল ফটো

নাটোর: নাটোরের নলডাঙ্গায় পঞ্চগড় থেকে ঢাকাগামী একতা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে মো. মনিরুল ইসলাম (২৫) নামে মানসিক ভারসাম্যহীন এক যুবক নিহত হয়েছেন।

সোমবার (০১ সেপ্টেম্বর) রাত ৩টার দিকে উপজেলার মাধনগর রেলওয়ে স্টেশনের প্লাটফর্মের উত্তরে রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত মনিরুল ইসলাম উপজেলার ভট্টপাড়ার পূর্বপাড়া গ্রামের মো. সিদ্দিক প্রামাণিকের ছেলে।

মাধনগর রেলস্টেশনের স্টেশন মাস্টার মো. উজ্জ্বল হোসেন বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, রেলওয়ের সান্তাহার থানা পুলিশ সকালে ঘটনাস্থল পরিদর্শন শেষে আইনি ব্যবস্থা নিচ্ছে।

এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।