ঢাকা, মঙ্গলবার, ১৮ ভাদ্র ১৪৩২, ০২ সেপ্টেম্বর ২০২৫, ০৯ রবিউল আউয়াল ১৪৪৭

সারাদেশ

যশোরে ৭০ লাখ টাকার সোনাসহ যুবক আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৪৭, সেপ্টেম্বর ২, ২০২৫
যশোরে ৭০ লাখ টাকার সোনাসহ যুবক আটক

যশোর: চারটি সোনার বারসহ যশোরে অমিত বিশ্বাস (৩১) নামে একজনকে আটক করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি’র সদস্যরা। সোনার বারগুলো ওই যুবক প্যান্টের পকেটে বিশেষ কায়দায় লুকিয়ে রেখেছিলেন।


 
মঙ্গলবার (০২ সেপ্টেম্বর) সকালে ৪৯ বিজিবির একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার রাজারহাট বাসস্ট্যান্ড এলাকা থেকে অমিত বিশ্বাসকে আটক করে।

বিজিবি জানায়, জব্দ সোনার ওজন ৪৬৬.৪৬ গ্রাম। দাম ৭০ লাখ ৩০ হাজার ১৮ টাকা।  

প্রাথমিক জিজ্ঞাসাবাদে অমিত বিশ্বাস বিজিবিকে জানান, তিনি সাতক্ষীরা সীমান্ত দিয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে সোনার বারগুলো নিয়ে আসছিলেন। ঢাকার ধোলাইপাড় এলাকার চোরাকারবারীদের কাছ থেকে তিনি বারগুলো সংগ্রহ করেন।

অমিত বিশ্বাস ফরিদপুরের বোয়ালমারী উপজেলার জাগির দেওলী গ্রামের রঞ্জন বিশ্বাসের ছেলে। তার বিরুদ্ধে যশোর কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করে পুলিশে হস্তান্তর করা হয়েছে।  

বিষয়টি নিশ্চিত করেছেন বিজিবি যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী।

এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।