গাজীপুর: গাজীপুর মহানগরের কোনাবাড়ী থানাধীন আমবাগ পশ্চিম পাড়া এলাকায় ডোবার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার (৩ সেপ্টেম্বর) বিকেলে এ ঘটনা ঘটে।
মৃতরা হলো- জামালপুরের মো. আজাদ মিয়ার ছেলে ইয়ানুর (২) ও টাঙ্গাইলের মো. আমির হোসেনের ছেলে হাবিব (২)।
পুলিশ ও এলাকাবাসী জানায়, আমবাগ পশ্চিম পাড়া এলাকায় পরিবারের সঙ্গে ইয়ানুর ও হাবিব বাসা ভাড়া থাকতো। বিকেলে তারা দুইজন খেলাধুলা করছিল। একপর্যায়ে বাসার পেছনে একটি ডোবায় পড়ে যায় ইয়ানুর ও হাবিব। এরপর থেকে তারা দুইজন নিখোঁজ হয়। দীর্ঘ সময় তাদের না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি করে। একপর্যায়ে বাড়ির পেছনে ওই ডোবায় খোঁজাখুঁজি করে তাদের মৃত অবস্থায় উদ্ধার করা হয়। ঘটনার পরপর তাদের লাশ নিয়ে গ্রামের বাড়ি চলে যায় তাদের পরিবারের লোকজন।
কোনাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. তাইম জানান, আমবাগ এলাকায় ডোবার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনার পরেই পরিবারের লোকজন লাশ তাদের গ্রামের বাড়ি নিয়ে চলে যায়। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
আরএস/জেএইচ