ঢাকা, শুক্রবার, ২০ ভাদ্র ১৪৩২, ০৫ সেপ্টেম্বর ২০২৫, ১২ রবিউল আউয়াল ১৪৪৭

সারাদেশ

নির্বাচন নিয়ে কোনো ষড়যন্ত্র বিএনপি মেনে নেবে না: জুয়েল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:০৩, সেপ্টেম্বর ৪, ২০২৫
নির্বাচন নিয়ে কোনো ষড়যন্ত্র বিএনপি মেনে নেবে না: জুয়েল বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সহ-সম্পাদক আব্দুল কাদির ভূইয়া জুয়েল

নরসিংদী: বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সহ-সম্পাদক আব্দুল কাদির ভূইয়া জুয়েল বলেছেন, ‎আগামী দিনে একটি সুন্দর পরিবেশে জাতীয় নির্বাচনে সব দল অংশগ্রহণ করবে। অবশ্যই যারা বৈধ আছে।

নির্বাচনকে নিয়ে কোনো ধরনের ষড়যন্ত্র বিএনপি মেনে নেবে না। কোন ধরনের ষড়যন্ত্র, দালালি, বিশৃঙ্খলা তৈরি করে মানুষের অধিকারকে আবারও ছিনিয়ে নেওয়ার চেষ্টা করা হলে জাতীয়তাবাদী দলের নেতাকর্মীরা অবশ্যই মেনে নেবে না। জাতীয়তাবাদী দলের সব নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হতে হবে।

বৃহস্পতিবার (৪ আগস্ট) বিকেলে নরসিংদীর মনোহরদী অডিটোরিয়ামে  উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত  বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আমরা আর চাই না ফ্যাসিস্ট হাসিনার কোনো অপশক্তি অন্য কোনো ভিন্ন নামে নির্বাচন বানচাল করার চেষ্টা করে মানুষের ভোটাধিকার হরণ করুক। এ ধরনের অপশক্তির বিরুদ্ধে রাজপথে মোকাবিলা, লড়াই করার জন্য আপনাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। জাতীয়তাবাদী দল যতবার ক্ষমতায় এসেছে, বাংলাদেশের মানুষের পক্ষে কাজ করেছে। বাংলাদেশের মানুষের সুখ সমৃদ্ধি ও স্বপ্ন নিয়ে কাজ করেছে।

‎তিনি আরও বলেন, আগামী দিনের বাংলাদেশ হবে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উন্নয়ন ও উৎপাদনের বাংলাদেশ, আগামী দিনের বাংলাদেশ হবে দেশনায়ক তারেক রহমানের সমৃদ্ধের বাংলাদেশ, আগামী দিনের বাংলাদেশ হবে ছাত্র-জনতার বৈষম্যহীন সমাজ গড়ার বাংলাদেশ।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে মডার্ন ফিলোসোফার উল্লেখ করে তিনি বলেন,   তিনি বাংলাদেশকে নিয়ে স্বপ্ন দেখেন, স্বপ্নের জাল তৈরী করেন, পরিকল্পনা করেন এবং তা কিভাবে বাস্তবায়ন করতে হবে তাও জানেন। এজন্য রাষ্ট্রকে মেরামত করার জন্য যে ৩১ দফার রূপরেখা দেয়া হয়েছে সেটি আগামী দিনের রাষ্ট্রকে মেরামত করার রূপরেখা।

‎নরসিংদী জেলা বিএনপির উপদেষ্টা আব্দুল খালেক মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,  নরসিংদী জেলা বিএনপির সহপ্রচার সম্পাদক এ কে এম বাছেদ মোল্লা ভুট্টো, জেলা বিএনপির সদস্য জাকারিয়া আল মামুন, মাহমুদুল হক, ডা. আব্দুর রেহান, জেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক আবুল ফজল, মনোহরদী পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মান্নান প্রধান, সদস্য আকরাম কমিশনার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শহীদুল্লাহ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাফি উদ্দিন আকন্দ করুণ, মনোহরদী উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সাম্মির রহমান টিপু, ঢাকা কলেজ ছাত্রদলের সাবেক সহসাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ রনি, সাবেক শিক্ষা ও বৃত্তি বিষয়ক সহ সম্পাদক তানজিম হাসান সৌরভ, জেলা ছাত্রদলের সাবেক সদস্য মাসুম আহমেদ, উপজেলা ছাত্রদল নেতা মোজাহিদুল ইসলাম মোজাহিদ, জাহিদুল ইসলাম খান রাজন, আব্দুল আল টিটু,ওমর ফারুক সোহেল, পৌর ছাত্রদল নেতা সোহেল তানভীর, ফয়সাল আহমেদ সুমন, মনোহরদী সরকারি কলেজ ছাত্রদল নেতা তানভীর প্রধান ও সিয়াম প্রধান।

অনুষ্ঠানে মনোহরদী উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৪ শতাধিক কৃতি শিক্ষার্থীকে  ফুল ও ক্রেস্টের মাধ্যমে সংবর্ধনা দেওয়া হয়।

জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।