ঢাকা, শনিবার, ২১ ভাদ্র ১৪৩২, ০৬ সেপ্টেম্বর ২০২৫, ১৩ রবিউল আউয়াল ১৪৪৭

সারাদেশ

অটোরিকশাচালক রব্বানী হত্যা মামলার প্রধান অভিযুক্ত গ্রেপ্তার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:১১, সেপ্টেম্বর ৫, ২০২৫
অটোরিকশাচালক রব্বানী হত্যা মামলার প্রধান অভিযুক্ত গ্রেপ্তার মো. ইলিয়াছ

পিরোজপুরের ভান্ডারিয়ায় অটোরিকশাচালক রব্বানী বেপারী হত্যা মামলার প্রধান অভিযুক্ত মো. ইলিয়াছ (৪২)কে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৮)।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৮ বরিশালের সিনিয়র সহকারী পরিচালক অমিত হাসান।

এর আগে ঢাকার ভাটারা থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ইলিয়াছ পিরোজপুরের ভান্ডারিয়া থানার দক্ষিণ ভিটাবাড়িয়া এলাকার মো. সালাম সরদারের ছেলে।

র‌্যাব জানায়, গত ৩ আগস্ট রাত সাড়ে ৯ টার দিকে গ্রেপ্তার ইলিয়াছসহ অন্যান্য অভিযুক্তরা অটোরিকশাচালক রব্বানী বেপারীকে বাড়ি থেকে ডেকে পিরোজপুরের ভান্ডারিয়া থানার কাপালিরহাট বাজারের দিকে নিয়ে যায়। দীর্ঘ সময় পরেও অটোরিকশাচালক রব্বানী আর বাড়ি ফেরেনি।

পরের দিন ৪ আগস্ট সকাল সাড়ে ৭টার দিকে কাপালিরহাট বাজার জামে মসজিদ সংলগ্ন পশ্চিম পাশে সৌলার খালের মধ্য থেকে ভাসমান অবস্থায় অটোরিকশাচালক রব্বানীর লাশ উদ্ধার করা হয়।

যে ঘটনায় অটোরিকশাচালক রব্বানীর বাবা সালাম সর্দার বাদী হয়ে পিরোজপুরের ভান্ডারিয়া থানায় হত্যা মামলা দায়ের করেন।

এমএস/আরবি
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

সারাদেশ এর সর্বশেষ