ঢাকা, শুক্রবার, ২৭ ভাদ্র ১৪৩২, ১২ সেপ্টেম্বর ২০২৫, ১৯ রবিউল আউয়াল ১৪৪৭

সারাদেশ

না.গঞ্জে কোস্ট গার্ডের অভিযানে ৫ কোটি টাকার ভারতীয় শাড়ি উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:২৮, সেপ্টেম্বর ১১, ২০২৫
না.গঞ্জে কোস্ট গার্ডের অভিযানে ৫ কোটি টাকার ভারতীয় শাড়ি উদ্ধার কোস্ট গার্ডের অভিযানে উদ্ধার হওয়া ভারতীয় শাড়ি।

নারায়ণগঞ্জ: ‎নারায়ণগঞ্জের ফতুল্লার কুতুবপুর পাগলা বাজার সংলগ্ন এলাকায় শুল্ক ফাঁকি দিয়ে আনা প্রায় ৫ কোটি টাকা মূল্যের ২ হাজার ২৮২ পিস ভারতীয় শাড়ি উদ্ধার করেছে কোস্ট গার্ড।

বুধবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তিতে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দিনগত ১২টা থেকে সকাল ৭ টা পর্যন্ত কোস্ট গার্ড স্টেশন পাগলা কর্তৃক নারায়ণগঞ্জের ফতুল্লা থানার কুতুবপুর পাগলা বাজার সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় সন্দেহজনক একটি ট্রাক তল্লাশি করে প্রায় ৫ কোটি ১৩ লাখ টাকা মূল্যের অবৈধভাবে শুল্ক কর ফাঁকি দিয়ে আনা দুই হাজার ২৮২ পিস ভারতীয় শাড়িসহ ট্রাকচালককে আটক করা হয়।

জব্দকৃত মালামালের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন।

এমআরপি/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।