ঢাকা, শনিবার, ২৯ ভাদ্র ১৪৩২, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ২০ রবিউল আউয়াল ১৪৪৭

সারাদেশ

ফেব্রুয়ারিতে নির্ধারিত সময়েই নির্বাচন হবে: নৌ পরিবহন উপদেষ্টা 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৪৩, সেপ্টেম্বর ১৩, ২০২৫
ফেব্রুয়ারিতে নির্ধারিত সময়েই নির্বাচন হবে: নৌ পরিবহন উপদেষ্টা  কথা বলছেন নৌ উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন

ফেব্রুয়ারিতে নির্ধারিত সময়েই নির্বাচন হবে বলে জানিয়েছেন নৌ-পরিবহন, শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন

একদিনের সফরে শনিবার (১৩ সেপ্টেম্বর) বরিশালে নিজ দপ্তরের মাঠপর্যায়ের কর্মকর্তাদের সাথে বৈঠক শেষে বিভিন্ন স্থাপনা পরিদর্শন করেন তিনি।  

পরে সার্কিট হাউজের সম্মেলন কক্ষে সাংবাদিকদের নানা প্রশ্নের উত্তর দেন নৌ পরিবহন উপদেষ্টা এম সাখাওয়াত।

 

এ সময় উপদেষ্টা বলেন, আশা করি নির্বাচনের মধ্য দিয়ে যারা আসবেন তারা একটি জবাবদিহিতামূলক সরকার গঠন করবেন। সেইসাথে অতীতের সরকারের মতো ভবিষ্যতে কোন সরকার হবে না, চেক অ্যান্ড ব্যালেন্সের বিষয়টি দেখবেন তারা। আমরা অত্যন্ত পরিষ্কার ফেব্রুয়ারিতে নির্বাচন কমিশনের তত্ত্বাবধায়নে নির্বাচন হবে।  

তিনি বলেন, সবাই মিলে থাকলে দুর্গাপূজার সময় সৌহার্দপূর্ণ জায়গাটা কেউ নষ্ট করতে পারবে না। কিন্তু অনেকেই চেষ্টা করবে সেটি নষ্ট করার জন্য সেদিকে সবাইকে খেয়াল রাখতে হবে, সতর্ক থাকতে হবে।  

উপদেষ্টা বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রধানদের সাথে কথা বলে জানতে পেরেছি যেগুলো আমাদের ক্যাপিটাল অর্থাৎ রাজধানীতে হতে পারে সে ধরনের পরিস্থিতি বরিশালে হবে না। আইনশৃঙ্খলা পরিস্থিতির কিছুটা অবনতির বহুবিদ কারণ রয়েছে, তারমধ্যে অন্যতম আমরা তো এখন আগের মতো ধরে নিতে পারি না। আর উপদেষ্টা তো নিজেই বলেছেন, উন্নতির চেষ্টা চলছে। আবার দেখুন ডাকসুর নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কোন কমপ্লেইন নেই। নির্বাচনের আগে আইনশৃঙ্খলা স্বাভাবিক থাকা একটি বিবেচ্য বিষয়, আমি আশা করি আমরা যতদিন আছি পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকবে। আর দ্বিতীয়ত হচ্ছে নির্বাচনের সময় পুরোটাই নির্বাচন কমিশন যেভাবে বলবে সেনাবাহিনীসহ সব বাহিনী সেভাবেই কাজ করবে।  

সভায় তিনি জানান, তার অধীনে যতগুলো চলতি প্রজেক্ট রয়েছে সেখান থেকে আমি দুই হাজার ৬৮০ কোটি টাকা সেইভ করে দিয়েছেন।  

এমএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।