গোপালগঞ্জ: গোপালগঞ্জের কাশিয়ানীতে রাস্তার পাশ থেকে ওবায়দুর সিকদার (৩০) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (১৪ সেপ্টেম্বর) সকালে উপজেলার হরিদাসপুর পশ্চিমপাড়ার রাস্তার পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়।
ওবায়দুর কাশিয়ানী উপজেলার খায়েরহাট গ্রামের দাউদ সিকদারের ছেলে।
পারিবারিক সূত্র জানা গেছে, গত শুক্রবার বিকেলে পিকনিকের কথা বলে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি ওবায়দুর। এ ক’দিন তার মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়। রোববার সকালে স্থানীয়রা রাস্তার পাশে তার লাশ দেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ লাশ উদ্ধার করে।
কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, ধারণা করা হচ্ছে, তাকে হত্যা করে লাশ রাস্তার পাশে ফেলে রাখা হয়েছি। বিষয়টি তদন্ত করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
তিনি আরও জানান, লাশ ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এসআই