ঢাকা, রবিবার, ৩০ ভাদ্র ১৪৩২, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ২১ রবিউল আউয়াল ১৪৪৭

সারাদেশ

কাপ্তাই হ্রদের মাছ স্থানীয়রা খেতে পারে এমন ব্যবস্থা করুন: রাঙামাটির ডিসি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৫৮, সেপ্টেম্বর ১৪, ২০২৫
কাপ্তাই হ্রদের মাছ স্থানীয়রা খেতে পারে এমন ব্যবস্থা করুন: রাঙামাটির ডিসি মাসিক আইনশৃঙ্খলা সভা

কাপ্তাই হ্রদের মাছ স্থানীয়রা খেতে পারে—এমন ব্যবস্থা গ্রহণের জন্য মৎস্য ব্যবসায়ী ও মৎস্য কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন রাঙামাটি জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ হাবিবুল্লাহ।  

রোববার (১৪ সেপ্টেম্বর) দুপুরে জেলা প্রশাসনের মিলনায়তনে অনুষ্ঠিত মাসিক আইনশৃঙ্খলা সভায় সভাপতির বক্তব্যে তিনি এ নির্দেশ দেন।

ডিসি মোহাম্মদ হাবিবুল্লাহ বলেন, আমার জেলার মানুষ কাপ্তাই হ্রদের মাছ পাচ্ছে না, আমি নিজেও এ হ্রদের মাছ খেতে পারছি না। বাজারে দেখি দুর্গন্ধযুক্ত সব পুকুরের মাছ। আমি অনুরোধ জানাব, মৎস্য সংশ্লিষ্ট সবাই এ বিষয়ে অবহিত হবেন।

তিনি বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) জেলা পর্যায়ের কর্মকর্তাদের উদ্দেশে বলেন, এখানে মাছের সয়লাব হওয়ার কথা। এত মাছ কোথায় যায়? আপনারা আলোচনায় বসুন। জেলা প্রশাসন আপনাদের পাশে রয়েছে।

সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও আলোচনা করা হয়।

এ সময় রাঙামাটি পুলিশ সুপার (এসপি) ড. এস এম ফরহাদ হোসেন, রাঙামাটি পৌর প্রশাসক মো. মোবারক হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক জোবাইদা আক্তারসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।