গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় মো. সীমান্ত রহমান নামে কাভার্ডভ্যানের হেলপার নিহত হয়েছেন।
বুধবার (১৭ সেপ্টেম্বর) সকালে এ দুর্ঘটনা ঘটে।
সীমান্ত যশোর জেলার বেনাপোলের পুটখালী এলাকার বাসিন্দা মুফিজুর রহমানের ছেলে।
গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের সহকারী উপ পরিদর্শক (এএসআই) জয়রাম বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, বুধবার সকালে ঢাকা-খুলনা মহাসড়কের মাজড়া নামক স্থানে খুলনাগামী একটি কাভার্ডভ্যান পেছন দিক থেকে একটি ট্রাককে সজোরে ধাক্কা দেয়।
এতে কাভার্ডভ্যানের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই হেলপার সীমান্ত রহমান নিহত হন।
আরএ