পটুয়াখালীর কুয়াকাটা সৈকতে গোপনে নারী পর্যটকদের গোসলের ভিডিও ধারণ ও অশ্লীল মন্তব্য করার দায়ে মো. রুবেল (৩০) নামে এক কনটেন্ট ক্রিয়েটরকে ভ্রাম্যমাণ আদালত এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন।
বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে সৈকতের জিরো পয়েন্ট এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কলাপাড়া উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা ইয়াসিন সাদীক এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, রুবেল বরগুনা সদর উপজেলার বাসিন্দা। পেশায় তিনি মুদি দোকানদার হলেও বিভিন্ন সময় সৈকতে ঘুরে কনটেন্ট তৈরি করতেন।
সৈকতের ফটোগ্রাফার আরিফ মিয়া বলেন, রুবেল মেয়েদের ভিডিও করার পাশাপাশি অশালীন মন্তব্য করছিলেন। ঘটনাটি চোখে পড়লে আমরা তাকে ধরে ফেলি।
ফটোগ্রাফার রাসেল জানান, তার মোবাইলফোন চেক করে অনেকগুলো আপত্তিকর ভিডিও পাওয়া যায়। পরে ট্যুরিস্ট পুলিশকে খবর দিলে তারা ঘটনাস্থলে এসে রুবেলকে আটক করে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াসিন সাদীক বলেন, নারী পর্যটকদের হয়রানির ঘটনায় কাউকে ছাড় দেওয়া হবে না। এজন্য রুবেলকে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
এসআরএস