ঢাকা, সোমবার, ৭ আশ্বিন ১৪৩২, ২২ সেপ্টেম্বর ২০২৫, ২৯ রবিউল আউয়াল ১৪৪৭

সারাদেশ

খাগড়াছড়িতে দুর্গাপূজা উপলক্ষে সেনাবাহিনীর শুভেচ্ছা উপহার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৩০, সেপ্টেম্বর ২২, ২০২৫
খাগড়াছড়িতে দুর্গাপূজা উপলক্ষে সেনাবাহিনীর শুভেচ্ছা উপহার শুভেচ্ছা উপহার বিতরণ

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে খাগড়াছড়ি রিজিয়নের পক্ষ থেকে ২৯টি পূজা মণ্ডপে শুভেচ্ছা উপহার দেওয়া হয়েছে।

সোমবার (২২ সেপ্টেম্বর) সকালে খাগড়াছড়ি রিজিয়নে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হাসান মাহমুদ।

এ সময় তিনি ২৯টি পূজা উদযাপন কমিটির মাঝে ২ লাখ ৫০ হাজার টাকা বিতরণ করেন।

এ সময় খাগড়াছড়ি রিজিয়নের জিটু-আই মেজর কাজী মোস্তফা আরেফিন, খাগড়াছড়ি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এইচ এম প্রফুল্ল, সাংবাদিক ইউনিয়নের সভাপতি শাহরিয়ার ইউনুছ, খাগড়াছড়ি পূজা উদযাপন কমিটির সভাপতি অশোক মজুমদারসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে রিজিয়ন কমান্ডার বলেন, বাংলাদেশ সেনাবাহিনী শান্তি সম্প্রীতি রক্ষায় কাজ করে যাচ্ছে। দুর্গাপূজার উৎসবে সব মানুষ অংশ নেয়, যা পারস্পরিক সম্পর্ককে মজবুত করে।

শুভেচ্ছা উপহার দেওয়া অনুষ্ঠানে বক্তারা বলেন, ধর্ম যার যার হলেও উৎসব সবার। দুর্গাপূজা উপলক্ষে এ উদ্যোগ সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করবে।

এডি/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।