ঢাকা, মঙ্গলবার, ৮ আশ্বিন ১৪৩২, ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০০ রবিউস সানি ১৪৪৭

সারাদেশ

মেঘনায় লঞ্চে গর্ভবতীকে চিকিৎসা সহায়তা কোস্টগার্ডের

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৫৭, সেপ্টেম্বর ২৩, ২০২৫
মেঘনায় লঞ্চে গর্ভবতীকে চিকিৎসা সহায়তা কোস্টগার্ডের অসুস্থ গর্ভবতী নারীকে চিকিৎসাসেবা দিচ্ছে কোস্টগার্ড

চাঁদপুর সদরের হরিণা এলাকায় মেঘনা নদীতে যাত্রীবাহী একটি লঞ্চে অসুস্থ গর্ভবতী নারীকে চিকিৎসা সহায়তা দিয়েছে কোস্টগার্ড চাঁদপুর স্টেশনের মেডিকেল টিম।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, সোমবার (২২ সেপ্টেম্বর) এক গর্ভবতী নারী উন্নত চিকিৎসার জন্য ভোলা থেকে ‘মিতালি-৭’ নামে যাত্রীবাহী লঞ্চে করে ঢাকার উদ্দেশে রওনা হন। পরে রাত ১২টার দিকে লঞ্চটি চাঁদপুর সদরের হানারচর ইউনিয়নের হরিণাঘাট সংলগ্ন এলাকায় পৌঁছালে ওই নারীর শ্বাসকষ্ট শুরু হয় এবং জীবন ঝুঁকির আশঙ্কা দেখা দেয়। এ সময় রোগীর স্বজনরা কোস্টগার্ডের জরুরিসেবা নম্বর ১৬১১১-এ কল করে সহায়তা চান। পরে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে কোস্টগার্ড স্টেশন চাঁদপুর থেকে একটি মেডিকেল টিম অক্সিজেন সিলিন্ডারসহ হাই স্পিডবোটে করে লঞ্চে পৌঁছায়। তারা গর্ভবতী নারীকে অক্সিজেন দেন এবং পরে সদরঘাটে পৌঁছে দেন। জনগণের সেবায় কোস্টগার্ড ভবিষ্যতেও এ ধারাবাহিকতা বজায় রাখবে বলে জানান লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক।

এদিকে ওই গর্ভবতী নারীর স্বজনরা চিকিৎসা সহায়তা পেয়ে কোস্টগার্ডের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ ও ধন্যবাদ জ্ঞাপন করেন।

এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

সারাদেশ এর সর্বশেষ