পটুয়াখালী: পটুয়াখালী সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের ফতুল্লা এলাকায় র্যাবের গাড়ি ও যাত্রীবাহী ধানসিঁড়ি বাসের মুখোমুখি সংঘর্ষে এক শিশু, নারী ও ড্রাইভারসহ তিনজন নিহত এবং অন্তত ২৯ জন আহত হয়েছেন।
শনিবার (১১ অক্টোবর) সকাল ৮টার দিকে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের পক্ষিয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, র্যাব-৮ এর একটি গাড়ি বরিশাল থেকে কুয়াকাটা যাচ্ছিল। পথে বিপরীত দিক থেকে আসা বরিশালগামী ধানসিঁড়ি ক্লাসিক পরিবহনের একটি বাসের সঙ্গে ওই গাড়ির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুই বছরের একটি শিশু নিহত হয় এবং র্যাবের গাড়িতে থাকা অন্তত ২২ জন সদস্য আহত হন।
প্রত্যক্ষদর্শীরা জানান, র্যাবের গাড়িটিতে প্রায় ৩০ জন সদস্য ছিলেন। সংঘর্ষের পর স্থানীয়রা উদ্ধার তৎপরতা চালায় এবং ফায়ার সার্ভিসের সহায়তায় আহতদের দ্রুত হাসপাতালে নেওয়া হয়।
পটুয়াখালী ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক বেলাল উদ্দিন বলেন, দুর্ঘটনাস্থল থেকে আমরা র্যাবের গাড়ি থেকে ১৩ জনকে উদ্ধার করে পটুয়াখালী সদর হাসপাতালে ভর্তি করিয়েছি। সেখানে একজন দুই বছরের শিশু নিহত হয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। ”
পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তামান্না রহমান বলেন, ‘দুর্ঘটনার পর আমাদের হাসপাতালে ২০ থেকে ২২ জন আহত ব্যক্তিকে ভর্তি করা হয়েছে। এর মধ্যে দুই বছরের একটি শিশু নিহত হয়েছে। গুরুতর আহতদের উন্নত চিকিৎসার জন্য বরিশালসহ বিভিন্ন স্থানে নিয়ে গেছে।
আরএ