ঢাকা, রবিবার, ২৬ আশ্বিন ১৪৩২, ১২ অক্টোবর ২০২৫, ১৯ রবিউস সানি ১৪৪৭

সারাদেশ

নাইক্ষ্যংছড়িতে বিজিবির অভিযান, ১৫ বার্মিজ গরু জব্দ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:২৫, অক্টোবর ১১, ২০২৫
নাইক্ষ্যংছড়িতে বিজিবির অভিযান, ১৫ বার্মিজ গরু জব্দ জব্দ ১৫ বার্মিজ গরু

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে অভিযান চালিয়ে ১৫ বার্মিজ গরু জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-১১ এর সদস্যরা।
 
শনিবার (১১ অক্টোবর) সকাল ৭টার দিকে এসব গরু জব্দ করা হয়।

 

বিজিবি সূত্র জানায়, ১১ বিজিবির দায়িত্বপূর্ণ মাঝিরকাটা এলাকায় অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস কে এম কফিল উদ্দিন কায়েসের দিকনির্দেশনায় অভিযান চালানো হয়।

বিষয়টি নিশ্চিত করে এস কে এম কফিল উদ্দিন কায়েস জানান, অভিযান টের পেয়ে চোরাকারবারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। সীমান্ত পথে গরু চোরাচালান রোধে কঠোর নজরদারি ও গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে। ভবিষ্যতেও মাদক ও চোরাচালান দমনে বিজিবি কঠোর অবস্থানে থাকবে।  

তিনি জানান, জব্দ ১৫ গরু সিজার ফরম প্রস্তুত করা হয়েছে এবং বিধি মোতাবেক কাস্টমসের মাধ্যমে নিলামের ব্যবস্থা করা হবে আগামী দু-একদিনের মধ্যে।

এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।