ঢাকা, রবিবার, ২৬ আশ্বিন ১৪৩২, ১২ অক্টোবর ২০২৫, ১৯ রবিউস সানি ১৪৪৭

সারাদেশ

চুয়াডাঙ্গায় বাসের ধাক্কায় নিহত ১, আহত ৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:০৮, অক্টোবর ১১, ২০২৫
চুয়াডাঙ্গায় বাসের ধাক্কায় নিহত ১, আহত ৩ দুর্ঘটনাকবলিত বাসটি

চুয়াডাঙ্গায় বাসের ধাক্কায় মাহফুজুর রহমান নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন তিনজন।

শনিবার (১১ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে চুয়াডাঙ্গা-ঝিনাইদহ সড়কের জাফরপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মাহফুজ জেলা সদর উপজেলার হাজরাহাটী গ্রামের ইউসুফ আলীর ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে সাড়ে ১০টার দিকে ঝিনাইদহ থেকে ছেড়ে আসা চুয়াডাঙ্গাগামী যাত্রীবাহী একটি বাস দুপুর সাড়ে ১২টার দিকে জাফরপুর এলাকার বিজিবি সদর দপ্তরের সামনে পৌঁছলে নিয়ন্ত্রণ হারায়। এসময় বাসটি বিজিবি হাসপাতালের প্রাচীরে ধাক্কা দেয়। এ সময় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা মোটরসাইকেলসহ মাহফুজুর ও আরও তিনজনকেও ধাক্কা দেয় বাসটি। এতে ঘটনাস্থলেই মাহফুজুরের মৃত্যু হয় এবং আহত হন তিনি। আহতদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদুর রহমান দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনাকবলিত বাসটি জব্দ করা হয়েছে, চালককে আটকের চেষ্টা চলছে।

এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।