ঢাকা, রবিবার, ২৬ আশ্বিন ১৪৩২, ১২ অক্টোবর ২০২৫, ১৯ রবিউস সানি ১৪৪৭

সারাদেশ

মাগুরায় অটো রাইস মিলের বয়লার বিস্ফোরণে পাঁচ শ্রমিক আহত 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:১৪, অক্টোবর ১১, ২০২৫
মাগুরায় অটো রাইস মিলের বয়লার বিস্ফোরণে পাঁচ শ্রমিক আহত 

মাগুরা: বয়লার বিস্ফোরণে মাগুরা সদর উপজেলার আলোকদিয়ায় আমেনা অটো রাইস মিলের পাঁচজন শ্রমিক দগ্ধ হয়েছেন। শনিবার (১১ অক্টোবর) বেলা সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন টাঙ্গাইল জেলার শিপন (৪৫), ফরিদপুর জেলার সবুজ (৩২), শাহিন (২০), জয়পুরহাটের অনুকূল (২৪) এবং মাগুরার মহম্মদপুর উপজেলার বিনোদপুর গ্রামের রেজওয়ান (৩৮)।

তাদেরকে দ্রুত উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ইমরান আহমেদ জানান, আহতদের শরীর গুরুতর দগ্ধ হয়েছে। তাদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক। সবাইকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

আহতদের সহকর্মী জুয়েল শেখ বলেন, ‘মিলে ব্যবহৃত কেমিক্যাল মাঝেমধ্যেই পরিবর্তন করতে হয়। আজ (শনিবার) কেমিক্যাল ঢালার সময় তা তাদের শরীরে পড়ে। তখন অন্যরা দ্রুত ছুটে গিয়ে সবাইকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসি’।

এ বিষয়ে মিল কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি। দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।