ঢাকা, রবিবার, ২৬ আশ্বিন ১৪৩২, ১২ অক্টোবর ২০২৫, ১৯ রবিউস সানি ১৪৪৭

সারাদেশ

মাগুরায় খালে গোসল করতে নেমে তিন শিশুর মৃত্যু

ডিসট্রিক্ট করেসপেন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৫২, অক্টোবর ১১, ২০২৫
মাগুরায় খালে গোসল করতে নেমে তিন শিশুর মৃত্যু

মাগুরা: খালে গোসল করতে নেমে মাগুরার মহম্মদপুর উপজেলায় একসাথে তিন কন্যাশিশু ডুবে মারা গেছে। শনিবার (১১ অক্টোবর) দুপুরে উপজেরার বালিদিয়া ইউনিয়নের চাপাতলা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হল-চাপাতলা গ্রামের আনারুলের মেয়ে তারিন (৯), মোহাম্মদ সাজ্জাদের মেয়ে সিনথিয়া (৮) ও মোহাম্মদ তরিকুলের মেয়ে তানহা (৯)।

পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন জানান, শনিবার দুপুরে  গোসলের উদ্দেশ্যে বাড়ি থেকে  শিশু তিনটি বেরিয়ে যায় । পরে  দুপুর ২টার দিকে  চাপাতলা খালের পানিতে তারা গোসল করতে নামে।  

খালে প্রচন্ড গভীরতা রয়েছে। এছাড়া, পানিতে  প্রচুর স্রোত থাকায় শিশু তিনটি পানিতে ডুবে যায় ।  

পানিতে পাট ধোয়ার কাজ করা কয়েকজন হঠাৎ জানতে পারেন একটি শিশু পানিতে ডুবে গেছে । পরে তারা তাকে খুঁজে পান এবং জানতে পারেন আরো দুটি শিশুকেও পাওয়া যাচ্ছেনা।  

এর পর লোকজন পানিতে নেমে  তিনটি শিশুকেই উদ্ধার করেন। দ্রুত তাদের মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও)  আসাদুর রহমান  তিন শিশুকেই মৃত ঘোষণা করেন।  

শিশুদের প্রতিবেশীরা  বলেন, শিশু তিনটিই সাঁতার জানতো। তবে পানিতে প্রচন্ড স্রোত  থাকায় এবং গভীরতা বেশি হওয়ায় তারা ডুবে যায়।  

ঘটনাটি নিয়ে মুহুর্তেই  এলাকা ও পরিবারের মাঝে শোকের ছায়া নেমে আসে।

এসএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।