ঢাকা, বুধবার, ৩০ আশ্বিন ১৪৩২, ১৫ অক্টোবর ২০২৫, ২২ রবিউস সানি ১৪৪৭

সারাদেশ

মাগুরায় বিনামূল্যে বই পেলো ৫০ অস্বচ্ছল শিক্ষার্থী 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৪৪, অক্টোবর ১৫, ২০২৫
মাগুরায় বিনামূল্যে বই পেলো ৫০ অস্বচ্ছল শিক্ষার্থী  মাগুরায় অস্বচ্ছল শিক্ষার্থীদের বিনামূলে বই প্রদান করেন জেলা প্রশাসক অহিদুল ইসলাম

মাগুরা: বিনামূল্যে মাগুরায় বই পেলো ৫০ অস্বচ্ছল পরিবারের শিক্ষার্থীরা। বুধবার (১৫ অক্টোবর) বেলা ১১টায় মাগুরা জেলা প্রশাসকের কক্ষে জেলা পরিষদের অর্থায়নে এসব বই বিতরণ করা হয়।

অনুষ্ঠানে জেলা প্রশাসক অহিদুল ইসলাম প্রধান অতিথি থেকে সদর উপজেলার পাঁচটি কলেজের শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করেন।  

এ সময় প্রধান অতিথি ছাড়াও বক্তব্য রাখেন  মাগুরা জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা হাসিনা মমতাজ, সদর উপজেলার নির্বাহী অফিসার হাসিবুল হাসান, মাগুরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান, নাজির আহমেদ ডিগ্রি কলেজের অধ্যক্ষ খন্দকার মোহাম্মদ হায়াত আলী ও শিক্ষার্থী নয়ন সাহা।

জেলা পরিষদ জানায়, মাগুরায় অস্বচ্ছল শিক্ষার্থীদের জন্য জেলা পরিষদ বিভিন্ন কাজ করে যাচ্ছে। এরই আলোকে সদর উপজেলার অস্বচ্ছল  মেধাবী  শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বই ও শিক্ষা সামগ্রী বিতরণের কাজ অব্যাহত রয়েছে।  

এসএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।