মেহেরপুর: মূল্য তালিকা প্রদর্শন না করা, সার যথাযথভাবে বিক্রি না করা এবং ফ্রিজে মেয়াদউত্তীর্ণ ওষুধ সংরক্ষণ ও বিক্রির অভিযোগে দুটি প্রতিষ্ঠানে ১৫ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে।
বুধবার (১৫ অক্টোবর) দুপুরে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মেহেরপুর জেলা কার্যালয় সদর উপজেলার আশরাফপুর এলাকায় এই অভিযান পরিচালনা করে।
মূল্য তালিকা প্রদর্শন না করা ও সার যথাযথভাবে বিক্রি না করার অপরাধে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ধারা ৩৮ ও ৪৫ ধারায় বাজারের মেসার্স আনোয়ার ট্রেডার্সকে পাঁচ হাজার টাকা এবং ফ্রিজে মেয়াদউত্তীর্ণ ওষুধ সংরক্ষণ ও বিক্রির অভিযোগে রিপন ফার্মেসিকে দশ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর মেহেরপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মোহাম্মদ মামুনুল হাসান। সহযোগিতা করেন জেলা কৃষি বিপণন কর্মকর্তা তারিকুল ইসলাম ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের প্রতিনিধি ও জেলা পুলিশের একটি টিম।
অভিযানকালে আরো কয়েকটি প্রতিষ্ঠানকে ক্রয়-বিক্রির ভাউচার প্রদান ও সংরক্ষণ এবং মেয়াদ উত্তীর্ণ কীটনাশক ও বীজ/পণ্য কেনা-বেচা করা হতে বিরত থাকার নির্দেশনা প্রদান করা হয়।
এসএইচ