ঢাকা, বুধবার, ৩০ আশ্বিন ১৪৩২, ১৫ অক্টোবর ২০২৫, ২২ রবিউস সানি ১৪৪৭

সারাদেশ

বাসাইলে সড়ক দুর্ঘটনায় নারীসহ নিহত ৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:১৩, অক্টোবর ১৫, ২০২৫
বাসাইলে সড়ক দুর্ঘটনায় নারীসহ নিহত ৩ দুর্ঘটনাকবলিত বাস

টাঙ্গাইল: টাঙ্গাইলের বাসাইল উপজেলার বাঐখোলা এলাকায় বাস-ট্রাক সংঘর্ষে নারীসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ১২ জন।

 

হতাহত সবাই বাসযাত্রী। বুধবার (১৫ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এ দুর্ঘনাটি ঘটে। হতাহতদের নাম পরিচয় জানা যায়নি।

পুলিশ জানায়, জামালপুরের তারাকান্দি থেকে ছেড়ে আসা ভাই ভাই পরিবহনের যাত্রীবাহী বাসটি ঢাকার দিকে যাচ্ছিল। পথে বাঐখোলা এলাকায় ঢাকাগামী একটি ট্রাককে অতিক্রম করার চেষ্টা করলে বাস ও রড ভর্তি ট্রাকটির মধ্যে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে বাসের এক নারী যাত্রী নিহত হন। এসময় আহত হন বাসের ১৪ যাত্রী। খবর পেয়ে পুলিশ তাদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠায়। সেখানে আহতদের মধ্যে দুজনের মৃত্যু হয়েছে বলে জানান চিকিৎসক।

এ বিষয়ে বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জালাল উদ্দিন বলেন, নিহতদের পরিচয় শনাক্ত করার চেষ্টা চলছে। আইনী প্রক্রিয়া শেষে মরদেহগুলো স্বজনদের কাছে হস্থান্তর করা হবে।

এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।