ঢাকা: মঙ্গলবার থেকে মাঠে গড়াবে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করর্পোরেশন পাইওনিয়ার ফুটবল লিগ। দেশের বৃহৎ এ ফুটবল লিগে পৃষ্ঠপোষক হিসেবে হাত বাড়িয়ে দিয়েছে আড়ং ডেইরি।
সোমবার বাফুফে ভবনে পাইওনিয়ার ফুটবল লিগ উদ্বোধন উপলক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন পাইওনিয়ার লিগের চেয়ারম্যান আরিফ খান জয়, লিগ কমিটির ভাইস চেয়ারম্যান বিজন বড়ুয়া, বাফুফে সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ, পৃষ্ঠপোষক হিসেবে ব্র্যাকের এজিএম এএইচএম মেহেদী সাজ্জাদ, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশানের সমাজকল্যাণ ও সাংস্কৃতিক কর্মকর্তা খন্দকার মিল্লাতুল ইসলাম এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশানের সমাজকল্যাণ ও সাংস্কৃতিক কর্মকর্তা আব্দুল হাই।
সংবাদ সম্মেলনে জানানো হয়, মঙ্গলবার দুপুর ২টায় বাফুফে ভবন থেকে লিগে অংশগ্রহণকারী দলগুলোকে নিয়ে একটি বর্ণাঢ্য ৠালির আয়োজন করা হবে। যা বঙ্গবন্ধু স্টেডিয়ামের দুই নম্বর গেটে গিয়ে শেষ হবে। পরে আউটার স্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে লিগের উদ্বোধন ঘোষণা করবেন এলজিআরডি মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম।
সংবাদ সম্মেলনে লিগ কমিটির চেয়ারম্যান আরিফ খান জয় বলেন, 'পাইওনিয়ারে অংশ নেয়া প্রত্যেক খেলোয়াড়কে ক্রীড়া সামগ্রী দেয়া হবে। আর ইতোমধ্যে অংশ নেয়া প্রত্যেক দলকে দশ হাজার টাকা করে প্রদান করা হয়েছে। সুপার লিগে উঠলে প্রতিটি দল পাবে ১৫ হাজার টাকা। ফাইনালে চ্যাম্পিয়ন দল পাবে এক লক্ষ টাকা। রানার্সআপ দল পাবে ৫০ হাজার টাকা। '
পল্টন আউটার স্টেডিয়ামে আগামী ৩ মার্চ দুপুর ৩টায় নবাগত বাংলাদেশ ফুটবল সাপোর্টারস ফোরাম ও গতবারের চ্যাম্পিয়ন টাঙ্গাইল ফুটবল একাডেমির মধ্যে প্রীতি ম্যাচের মাধ্যমে টুর্নামেন্টের পর্দা উঠবে। আর আগামী ৬ মার্চ দুপুর ২টায় হাসনাবাদ স্পোর্টিং ক্লাব ও মাদারবাড়ী শোভানীয়া ক্লাব, চট্টগ্রাম দলের খেলার মধ্য দিয়ে মাঠে গড়াবে এবারের পাইওনিয়ার ফুটবল লিগ।
বাংলাদেশ সময়: ১৮২২ ঘণ্টা, মার্চ ০২, ২০১৫