ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

রোনালদোকে টপকে শীর্ষে মেসি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪০ ঘণ্টা, মার্চ ৯, ২০১৫
রোনালদোকে টপকে শীর্ষে মেসি ক্রিস্টিয়ানো রোনালদো ও লিওনেল মেসি

ঢাকা: মেসি-সুয়ারেজ নৈপুণ্যে রায়ো ভায়োকানোকে ৬-১ গোলে বিধ্বস্ত করে বার্সেলোনা। এই ম্যাচে কাতালানদের অর্জনের শেষ নেই।

রিয়াল মাদ্রিদকে পেছনে ফেলে লা লিগার পয়েন্ট টেবিলের শীর্ষস্থান পুনরুদ্ধার করেছে বার্সা। ব্যক্তিগত অর্জনে ক্রিস্টিয়ানো রোনালদোকে ছাপিয়ে রেকর্ড গড়েছেন লিওনেল মেসি।

ন্যু ক্যাম্পে রায়ো ভায়োকানোর বিপক্ষে লা লিগার ইতিহাসে রেকর্ড সর্বোচ্চ ২৪টি হ্যাটট্রিক পূর্ণ করেন চারবারের বিশ্বসেরা ফুটবলার মেসি। দ্বিতীয়ার্ধের ৫৬ থেকে ৬৮ এই ১২ মিনিটে করা হ্যাটট্রিকটি তার ক্যারিয়ারের দ্রুততম। উল্লেখ্য, বার্সার হয়ে মেসি সব ধরণের প্রতিযোগিতা মিলিয়ে ৩২টি হ্যাটট্রিক করেছেন।

মেসির পরেই লা লিগায় ২৩টি হ্যাটট্রিক করে তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন রোনালদো। তৃতীয় সর্বোচ্চ ২২টি হ্যাটট্রিক করেছেন অ্যাথলেটিক বিলবাওয়ের সাবেক কিংবদন্তি ফুটবলার তেমো জারা।

লা-লিগার এই মৌসুমের সর্বোচ্চ গোলদাতার তালিকায় রোনালদোকে ছুঁয়েছেন মেসি। এখন পর্যন্ত দু’জনই ৩০টি করে গোল করেছেন।

উল্লেখ্য, লা লিগার পয়েন্ট টেবিলে ২৬ ম্যাচ শেষে ২০ জয়, দুই ড্র ও চার পরাজয়ে ৬২ পয়েন্ট নিয়ে শীর্ষে ফিরেছে বার্সা। সমান ম্যাচে এক পয়েন্ট কম নিয়ে দুইয়ে রিয়াল ও ৫৫ পয়েন্ট নিয়ে তিনে রয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন অ্যাতলেতিকো মাদ্রিদ। উল্লেখ্য, অ্যাথলেটিক ক্লাবের সঙ্গে ১-০ গোলে হেরে যাওয়াতে শীর্ষস্থান হাতছাড়া হয় রিয়ালের।

বাংলাদেশ সময়: ১৬৪১ ঘন্টা, মার্চ ০৯, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।