ঢাকা: বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল বিশ্বকাপে শক্তিশালী ইংল্যান্ডকে উত্তেজনাপূর্ণ খেলায় ১৫ রানে পরাজিত করে। আর এই জয়ে মাশরাফিদের কোয়ার্টার ফাইনালে খেলা নিশ্চিত হওয়ায় বাংলাদেশ ফুটবল ফেডারেশন, বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন, বাংলাদেশ হকি ফেডারেশন ও শেখ জামাল ধানমন্ডি ক্লাব অভিনন্দন জানিয়েছে।
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী মোঃ সালাউদ্দিন, সিনিয়র সহ-সভাপতি জনাব আব্দুস সালাম মুর্শেদী, সহ-সভাপতিগণ, কার্যনির্বাহী সদস্যবৃন্দ, সাধারণ সম্পাদক, সকল স্ট্যান্ডিং কমিটির কর্মকর্তাবৃন্দ আন্তরিক অভিনন্দন জানিয়েছে। বাফুফে আশা করে এই জয়ের ধারা বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে ভবিষ্যতে বৃহত্তর সাফল্যের দিকে এগিয়ে নিয়ে যাবে।
বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের মহাসচিব জনাব সৈয়দ শাহেদ রেজা এবং বিওএ-র কার্যনির্বাহী কমিটির সকল সদস্যগণের পক্ষ থেকে বাংলাদেশ ক্রিকেট দলের প্রতিটি খেলোয়াড় এবং কর্মকর্তাকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়েছেন। বাংলাদেশ ক্রিকেট দল আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ২০১৫ প্রতিযোগিতার পরবর্তী খেলাগুলিতেও সাফল্যের এই ধারাবাহিকতা বজায় রাখতে পারবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
বাংলাদেশকে ক্রিকেট দলকে অভিনন্দন জ্ঞাপন করেছেন শেখ জামাল ধানমন্ডি ক্লাবের সভাপতি নুরুল আলম চৌধুরী। তিনি মাশরাফি বাহিনীর উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
এছাড়া বাংলাদেশ হকি ফেডারেশনও এক প্রেস বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছে।
পরিকল্পনা মন্ত্রী ও আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের সভাপতি আ হ ম মুস্তফা কামাল বাংলাদেশ কোয়ার্টার ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করায় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে অভিনন্দন জানান। তিনি বলেন, ‘শক্তিশালী ইংল্যান্ডকে হারিয়ে শেষ আটে পৌঁছা বাংলাদেশ দল দেশবাসীকে গর্বিত করেছে। ক্রিকেট দলকে জানাই প্রাণঢালা অভিনন্দন। কামনা করি, তারা যেন এই বিশ্বকাপে সর্বোচ্চ সাফল্য পায়। আশা করি তারা ফাইনালেও খেলবে এবং চ্যাম্পিয়ন হবে। ’
ইংল্যান্ডকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করায় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে ২০ লাখ টাকা দেয়ার পুরস্কার ঘোষণা করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার। বাংলাদেশ দলকে পাঠানো এক বার্তায় ক্রীড়া প্রতিমন্ত্রী এ ঘোষণা দিয়ে সব খেলোয়াড়, কোচ, কর্মকর্তা ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন। সেই সঙ্গে ম্যাচের শতকধারী মাহমুদউল্লাহকেও অভিনন্দন জানিয়েছেন তিনি।
পৃথক এক বার্তায় আইসিসি ওয়ার্ল্ড কাপে ইংল্যান্ডকে হারিয়ে শেষ আটে নাম লেখানোয় বাংলাদেশ দলকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়।
বাংলাদেশ সময়: ২০৪৫ ঘন্টা, মার্চ ০৯, ২০১৫