ঢাকা, শনিবার, ১৮ শ্রাবণ ১৪৩২, ০২ আগস্ট ২০২৫, ০৭ সফর ১৪৪৭

খেলা

হ্যামবার্গ ওপেনে চ্যাম্পিয়ন নাদাল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:২৬, আগস্ট ৩, ২০১৫
হ্যামবার্গ ওপেনে চ্যাম্পিয়ন নাদাল ছবি: সংগৃহীত

ঢাকা: হ্যামবার্গ ক্লে-কোর্টের চ্যাম্পিয়ন হলেন রাফায়েল নাদাল। পুরুষ এককের ফাইনালে ফ্যাবিও ফগনিনিকে হারিয়ে হ্যামবার্গ ওপেনের চ্যাম্পিয়ন হন টেনিসের স্প্যানিশ এ তারকা।



এর আগে রিও ডি জেনিরো আর বার্সেলোনার ক্লে-কোর্টে ইতালিয়ান টেনিস তারকা ফগনিনিকে হারিয়েছিলেন নাদাল। ফলে হ্যামবার্গের এ জয়ে ফগনিনির বিপক্ষে এটি নাদালের হ্যাটট্রিক জয়।

এ ম্যাচে সরাসরি সেটে জয় পান নাদাল। ক্লে-কোর্টের সম্রাট খ্যাত নাদাল ফাইনালে ৭-৫, ৭-৫ সেটে জয় তুলে নেন। এ শিরোপা জিতে তিনি উইম্বলডনের দ্বিতীয় রাউন্ড থেকে বিদায় নেওয়ার পর প্রথম ট্রফি ঘরে তুললেন। চলতি মৌসুমে এটি তার তৃতীয় শিরোপা।

২০০৮ সালে এই টুর্নামেন্টে শেষবার চ্যাম্পিয়ন হয়েছিলেন নাদাল। ৪৭ বার ক্লে-কোর্টের শিরোপা জেতা রাফার টেনিস ক্যারিয়ারে এটি ৬৭তম সিঙ্গেলস শিরোপা।

বাংলাদেশ সময়: ১১২৭ ঘণ্টা, ০৩ আগস্ট ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।