ঢাকা, শনিবার, ১৮ শ্রাবণ ১৪৩২, ০২ আগস্ট ২০২৫, ০৭ সফর ১৪৪৭

খেলা

বেনজেমা গুজব নাকচ ওয়েঙ্গারের

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৩৭, আগস্ট ৩, ২০১৫
বেনজেমা গুজব নাকচ ওয়েঙ্গারের ছবি: সংগৃহীত

ঢাকা: সম্প্রতি গুঞ্জন উঠে, রিয়াল মাদ্রিদের ফ্রেঞ্চ তারকা করিম বেনজেমাকে দলে নিতে আগ্রহী ‍আর্সেনাল। তবে এ গুজবে পানি ঢেলে দিয়েছেন ইংলিশ জায়ান্টদের কোচ আর্সেন ওয়েঙ্গার।



রোববার (০২ আগস্ট) কমিউনিটি শিল্ড ম্যাচে ইংলিশ লিগ চ্যাম্পিয়ন চেলসিকে হারিয়ে শিরোপা ঘরে তোলে এফএ কাপ জয়ী আর্সেনাল। ম্যাচ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বেনজেমা ইস্যুটি সুরাহা করেন ওয়েঙ্গার। সংবাদ সংস্থা ‘এএস’র বরাত দিয়ে স্প্যানিশ গণমাধ্যমে এমন খবরই প্রকাশিত হয়েছে।

ওয়েঙ্গার বলেন, ‘বেনজেমাকে দলে ভেড়াতে ৬৫ মিলিয়ন ইউরো দর হাঁকানোর বিষয়টি সম্পূর্ণই গুজব। সত্য কথা বলতে, এ ধরণের কোনো কিছুই হয়নি। তাই এসব নিউজের কোনো ভিত্তি নেই। ’

উল্লেখ্য, গ্রীষ্মকালীন দলবদলের বাজারে স্ট্রাইকার কেনার ব্যাপারে ওয়েঙ্গার নিজেই ‍আগ্রহ দেখিয়েছিলেন। অবশ্য নির্দিষ্ট কারো নাম উল্লেখ করেননি। কিন্তু, পরবর্তীতে বেনজেমার প্রতি আর্সেনালের আগ্রহের বিষয়টি বিশ্ব মিডিয়ায় বেশ অালোচিত হয়।

বাংলাদেশ সময়: ১৬৩৭ ঘণ্টা, আগস্ট ০৩, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।