ঢাকা, শনিবার, ১৮ শ্রাবণ ১৪৩২, ০২ আগস্ট ২০২৫, ০৭ সফর ১৪৪৭

খেলা

আবাহনী ক্লাবের প্রতিষ্ঠাতা শেখ কামালের জন্মবার্ষিকীতে প্রধানমন্ত্রী

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:০২, আগস্ট ৩, ২০১৫
আবাহনী ক্লাবের প্রতিষ্ঠাতা শেখ কামালের জন্মবার্ষিকীতে প্রধানমন্ত্রী

ঢাকা: প্রতি বছরের মতো এবারও পালিত হবে ঢাকা আবাহনী লিমিটেডের প্রতিষ্ঠাতা শহীদ শেখ কামালের জন্মবার্ষিকী। আগামী বুধবার (৫ আগস্ট) শহীদ শেখ কামালের ৬৬তম জন্মবার্ষিকী উপলক্ষে ক্লাব প্রাঙ্গনে দিনব্যাপী বহুমাত্রিক অনুষ্ঠান আয়োজিত হবে।

বিকেল ৪টায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।

তিনি ক্লাব প্রাঙ্গনে স্থাপিত শহীদ শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পাঞ্জলি অর্পণ করবেন এবং পরে তাঁর বর্ণাঢ্য ও কর্মবহুল জীবনের ওপর বিশদ আলোচনা এবং স্মৃতিচারণ করবেন।

সোমবার আবাহনী ক্লাব কর্তৃপক্ষ এক প্রেস বিজ্ঞতিতে বিষয়েটি নিশ্চিত করেছে।

বাংলাদেশ সময়: ২০৫৫ ঘণ্টা, ০৪ আগষ্ট, ২০১৫
ইয়া/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।