ঢাকা, শুক্রবার, ১৭ শ্রাবণ ১৪৩২, ০১ আগস্ট ২০২৫, ০৬ সফর ১৪৪৭

খেলা

টাইব্রেকারে জাপানি দলকে হার‍ালো অ্যাতলেটিকো

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:৫০, আগস্ট ৬, ২০১৫
টাইব্রেকারে জাপানি দলকে হার‍ালো অ্যাতলেটিকো ছবি: সংগৃহীত

ঢাকা: ক্লাব প্রীতি ম্যাচে টাইব্রেকারে জাপানি দল সাঙ্গা টসুকে ৪-১ গোলের ব্যবধানে হারিয়ে জয় পেল অ্যাতলেটিকো মাদ্রিদ। খেলার নির্ধারিত সময়ে ১-১ গোলে সমতা থাকায় ম্যাচ পেনাল্টি শুট আউটে গড়ায়।



বেস্ট অ্যামিনিটি স্টেডিয়ামে এদিন জিরো থেকে হিরো বনে যান অ্যাতলেটিকোর গোলরক্ষক মিগুয়েল অ্যাঞ্জেল মোয়া। পেনাল্টিতে এ গোলরক্ষক দারুণ দক্ষতায় একটি শট ঠেকিয়ে দিলে জয় নিশ্চিত হয় সফরকারীদের।

খেলায় অ্যাতলেটিকোর হয়ে কোকে প্রথমে লিড নিলেও ম্যাচের ৮২ মিনিটে সমতায় ফেরে টসু। পরে নির্ধারিত সময় শেষে রেফারি পেনাল্টির বাঁশি বাজান। টাইব্রেকারে নিশ্পত্তি হওয়া এ ম্যাচে শেষ পর্যন্ত দিয়েগো সিমিওনের শিষ্যরা ৪-১ গোলের ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে।

বাংলাদেশ সময়: ১১৫০ ঘণ্টা, আগষ্ট ০৬, ২০১৫
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।