ঢাকা, বৃহস্পতিবার, ১৫ শ্রাবণ ১৪৩২, ৩১ জুলাই ২০২৫, ০৫ সফর ১৪৪৭

খেলা

আইকনিক ‘১০ নম্বর’ জার্সিতে আগুয়েরো

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৪৫, আগস্ট ৮, ২০১৫
আইকনিক ‘১০ নম্বর’ জার্সিতে আগুয়েরো ছবি: সংগৃহীত

ঢাকা: ১০ নম্বর জার্সিটি সাধারণত যে কোন ক্লাবের আইকনিক স্ট্রাইকাররা গায়ে দিয়ে থাকেন। এবার এই সুযোগটি পাচ্ছেন ম্যানচেস্টার সিটির আক্রমণ ভাগের মূল তারকা সার্জিও আগুয়েরো।

২০১৫-১৬ মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগে সেরা এই জার্সিটি পড়েই মাঠে নামবেন আগুয়েরো।

আর্জেন্টিনা জাতীয় দলের এ তারকা এর আগে ম্যানসিটির ১৬ নম্বর জার্সিতে মাঠে নামতেন। তবে এ মৌসুমে এডেন জিকো ইতালিয়ান ক্লাব রোমায় পাড়ি দেওয়ায় কপাল খুলে আগুয়েরোর।

১০ নম্বর জার্সিটি পেয়ে উল্লাসিত আগুয়েরো ম্যানসিটির ওয়েব সাইটে লিখেছেন, ‘১০ নম্বর জার্সিটি আমার কাছে অনেক কিছু। আমি যখন সিটিতে এসেছিলাম তখন এডেন এই জার্সি পড়ত। সে এটির মর্যাদা রেখেছে। আমি এই জার্সিটি পেয়ে নিজেকে গর্বিত মনে করছি। ’

বাংলাদেশ সময়: ১৮৪২ ঘণ্টা, আগষ্ট ০৮, ২০১৫
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।