ঢাকা, বৃহস্পতিবার, ১৬ শ্রাবণ ১৪৩২, ৩১ জুলাই ২০২৫, ০৫ সফর ১৪৪৭

খেলা

এশিয়ান ট্যুরে ভালো ফলাফলের প্রত্যাশা

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৩৪, আগস্ট ১৪, ২০১৫
এশিয়ান ট্যুরে ভালো ফলাফলের প্রত্যাশা ছবি: সংগৃহীত

ঢাকা: সেপ্টেম্বর থেকে বাংলাদেশে শুরু হচ্ছে এশিয়ান জুনিয়র ট্যুরের পরবর্তী আসর। আন্তর্জাতিক এই টুর্নামেন্টকে সামনে রেখে রমনা টেনিস কমপ্লেক্সে প্রস্তুতি চালিয়ে যাচ্ছে দেশের ক্ষুদে টেনিস খেলোয়াড়রা।



গত বছর দেশের মাটিতে অনুষ্ঠিত এশিয়ান জুনিয়র ট্যুরে মেয়েদের এককে রানার্সআপ হন ফাবিহা লামিসা সূচনা।

চলতি মাসে সূচনা হংকংয়ে এশিয়ান জুনিয়র ট্যুরে অংশ নিচ্ছেন। ৯ দিনের এ টুর্নামেন্টে দেশের বাইরে এই প্রথমবারের মতো অংশ নিচ্ছেন তিনি। সূচনা জানালেন, ‘প্রথমবার দেশের বাইরে খেলতে যাচ্ছি। তাই উত্তেজনা বোধ করছি। চেষ্টা করবো ভালো পারফরম্যান্স করতে। ’

এদিকে বয়সভিত্তিক পর্যায়ে দেশজুড়ে চলে ট্যালেন্ট হান্ট প্রোগ্রাম। বাংলাদেশ টেনিস ফেডারেশনের উদ্যোগে তিনমাস আগে এ কার্যক্রম শুরু হয়। ফলে আগামী সেপ্টেম্বরে বাংলাদেশে অনুষ্ঠিতব্য এশিয়ান জুনিয়র ট্যুরের জন্য ভালো ফলাফলের প্রত্যাশা করছে ফেডারেশন।

বাংলাদেশ সময়: ২০৩০ ঘণ্টা, আগস্ট ১৪, ২০১৫
ইয়া/এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।