ঢাকা, বৃহস্পতিবার, ১৬ শ্রাবণ ১৪৩২, ৩১ জুলাই ২০২৫, ০৫ সফর ১৪৪৭

খেলা

অ্যামেচার রেটিং দাবায় এককভাবে শীর্ষে নয়ন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৫০, আগস্ট ১৪, ২০১৫
অ্যামেচার রেটিং দাবায় এককভাবে শীর্ষে নয়ন ছবি: সংগৃহীত

ঢাকা: বাংলাদেশ দাবা ফেডারেশনরে সহযোগিতায় ওয়ালটনের পৃষ্ঠপোষকতায় এবং গোল্ডেন স্পোর্টিং ক্লাবের আয়োজনে ‘ওয়ালটন প্রথম অ্যামেচার আন্তর্জাতিক রেটিং দাবা প্রতিযোগিতা-২০১৫’র পঞ্চম রাউন্ডের খেলা শেষে নয়ন কুমার মোহন্ত পূর্ণ ৫ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় এককভাবে শীর্ষে রয়েছেন।

সাড়ে চার পয়েন্ট নিয়ে ৭ জন খেলোয়াড় মিলিতভাবে দ্বিতীয় স্থানে রয়েছেন।

তারা হলেনঃ জুয়েল খান, সায়মন সিদ্দিকুর রহমান, মোহাম্মদ ইব্রাহীম হোসেন, মোঃ আমিনুল ইসলাম, অভিক সরকার, হাবিবুর রহমান সোহেল ও মোঃ শফিকুল ইসলাম।

শুক্রবার (১৪ আগস্ট) বাংলাদেশ দাবা ফেডারেশনের ক্রীড়া কক্ষে অনুষ্ঠিত পঞ্চম রাউন্ডের খেলায় নয়ন কুমার মোঃ ইমদাদুল হককে, ইব্রাহীম ফয়সাল হোসেনকে, আমিন মতিউর রহমান মামুনকে, অভিক শরিয়তউল্লাহকে, সোহেল ফিরোজ আহমেদকে ও শফিকুল ইসলাম জয়নাল আবেদীনকে পরাজিত করেন। জুয়েল সায়মনের সাথে ড্র করেন।

বাংলাদেশ সময়: ২০৫০ ঘণ্টা, ১৪ আগস্ট ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।