রাজধানী ও দেশব্যাপী বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে জাঁকজমকভাবেই দিবসটিকে উদযাপন করেছে ক্রীড়াপ্রেমীরা। সকাল ৭টায় উৎসব শুরু হয়েছে।
এ উপলক্ষে বঙ্গবন্ধু স্টেডিয়াম চত্বর থেকে শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রা জিরো পয়েন্ট, সচিবালয়, প্রেসক্লাব, পল্টন হয়ে বঙ্গবন্ধু স্টেডিয়ামে এসে শেষ হয়।
শোভাযাত্রা শেষে গত এসএ গেমসে সোনাজয়ী সাঁতারু মাহফুজা খাতুন শিলা, ভারোত্তোলক মাবিয়া আক্তার সীমান্ত ও শুটার শাকিল আহমেদের হাতে অর্থ পুরস্কার তুলে দেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার। তবে পূর্বঘোষণা অনুযায়ী, তাদের জন্য বরাদ্দ আবাসিক ফ্ল্যাটের ভাড়ার টাকা আগামীকাল (৭ এপ্রিল) তুলে দেয়া হবে তাদের হাতে।
উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি জাহিদ আহসান রাসেল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব আসাদুল ইসলাম।
দিবসটি উপলক্ষে বিভিন্ন ক্রীড়া ফেডারেশন নিজ নিজ ভেন্যুতে আয়োজন করেছে প্রীতি ম্যাচ। রাজধানীর পাশাপাশি জেলা ও বিভাগীয় পর্যায়েও র্যালির আয়োজন করা হয়েছে। স্কুলগুলোতে ছাত্র-ছাত্রীরা যাতে শুধু খেলাধুলা করতে পারে সে জন্য শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে স্কুলগুলোতে নির্দেশনা দেয়া হয়েছে।
২০১৫ সালের ৬ এপ্রিলকে ‘ইন্টারন্যাশনাল ডে অব স্পোর্টস ডেভেলপমেন্ট অ্যান্ড পিস’ হিসেবে ঘোষণা করেছিল জাতিসংঘ। এই দিনটিকেই গত বছর জাতীয় ক্রীড়া দিবস হিসেবে বেছে নেয় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়।
বাংলাদেশ সময়: ১৬৩৫ ঘণ্টা, ৬ এপ্রিল, ২০১৭
জেএইচ/এমআরএম