সব মিলিয়ে পারের চেয়ে দুই শট কম খেলে ইয়েঙ্গডার হেরিটেজ ওপেনে পাঁচ জনের সঙ্গে যৌথভাবে ৩৯তম হন সিদ্দিকুর।
তাইওয়ানের ন্যাশনাল গলফ কান্ট্রি ক্লাবে তৃতীয় রাউন্ডে তিনি ছিলেন যৌথভাবে ২৮তম স্থানে।
৩ লাখ ডলার প্রাইজমানির এই আসরে পারের চেয়ে ১৬ শট কম খেলে সেরা হয়েছেন ভারতের শিব কাপুর।
জাপানে আগের টুর্নামেন্টে প্রায় ১৩ লাখ ৭০ হাজার ডলার প্রাইজমানির আসরে যৌথভাবে তিন জনের সঙ্গে নবম হয়ে সিদ্দিকুর পেয়েছিলেন ৩৪ হাজার ৬৫২ ডলার। জাপানের চিবা কান্ট্রি ক্লাবের উমেসাতো কোর্সে গত ২৩ এপ্রিল চতুর্থ রাউন্ড শেষে সাতটি বার্ডি ও একটি বোগি করেন সিদ্দিকুর। সব মিলিয়ে পারের চেয়ে ৮ শট কম খেলে নবম হন।
বাংলাদেশ সময়: ১৭১৭ ঘণ্টা, ৩০ এপ্রিল ২০১৭
এমআরপি