ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

জাপানে নবম হলেও তাইওয়ানে ৩৯তম

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৮ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০১৭
জাপানে নবম হলেও তাইওয়ানে ৩৯তম ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

ক’দিন আগেই জাপানের প্যানাসনিক ওপেনে ক্যারিয়ারের সেরা সাফল্য পেয়েছিলেন বাংলাদেশের গলফার সিদ্দিকুর রহমান। জাপানের প্যানাসনিক ওপেনে নবম হওয়া বাংলাদেশের সেরা এই গলফার এবার তাইওয়ানে ৩৯তম হয়েছেন।

সব মিলিয়ে পারের চেয়ে দুই শট কম খেলে ইয়েঙ্গডার হেরিটেজ ওপেনে পাঁচ জনের সঙ্গে যৌথভাবে ৩৯তম হন সিদ্দিকুর।

তাইওয়ানের ন্যাশনাল গলফ কান্ট্রি ক্লাবে তৃতীয় রাউন্ডে তিনি ছিলেন যৌথভাবে ২৮তম স্থানে।

রোববার (৩০ এপ্রিল) চতুর্থ বা শেষ রাউন্ডে তিনটি বার্ডি ও দুটি বোগিতে পারের চেয়ে এক শট কম খেলেন সিদ্দিকুর।
 
৩ লাখ ডলার প্রাইজমানির এই আসরে পারের চেয়ে ১৬ শট কম খেলে সেরা হয়েছেন ভারতের শিব কাপুর।

জাপানে আগের টুর্নামেন্টে প্রায় ১৩ লাখ ৭০ হাজার ডলার প্রাইজমানির আসরে যৌথভাবে তিন জনের সঙ্গে নবম হয়ে সিদ্দিকুর পেয়েছিলেন ৩৪ হাজার ৬৫২ ডলার। জাপানের চিবা কান্ট্রি ক্লাবের উমেসাতো কোর্সে গত ২৩ এপ্রিল চতুর্থ রাউন্ড শেষে সাতটি বার্ডি ও একটি বোগি করেন সিদ্দিকুর। সব মিলিয়ে পারের চেয়ে ৮ শট কম খেলে নবম হন।  

বাংলাদেশ সময়: ১৭১৭ ঘণ্টা, ৩০ এপ্রিল ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।