ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

নভোএয়ার বিপিজিএ কাপ প্রফেশনাল গলফ টুর্নামেন্ট শুরু

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৮ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০১৭
নভোএয়ার বিপিজিএ কাপ প্রফেশনাল গলফ টুর্নামেন্ট শুরু

ঢাকা: রাজধানীর কুর্মিটোলা গলফ ক্লাব মাঠে শুরু হয়েছে চার দিনব্যাপী নভোএয়ার বিপিজিএ কাপ প্রফেশনাল গলফ টুর্নামেন্ট। 

নভোএয়ার’র পৃষ্ঠপোষকতায় বাংলাদেশ প্রফেশনাল গলফারস অ্যাসোসিয়েশন (বিপিজিএ) এ টুর্নামেন্টের আয়োজন করেছে।

রোববার (৩০ এপ্রির) নভোএয়ার’র ব্যবস্থাপনা পরিচালক মফিজুর রহমান ও বাংলাদেশ প্রফেশনাল গলফারস অ্যাসোসিয়েশন এর সেক্রেটারি জেনারেল ব্রিগেডিয়ার জেনারেল জি এম কামরুল ইসলাম, এসপিপি (অব.) টুর্নামেন্টের উদ্বোধন করেন।

এ সময় নভোএয়ার ও বিপিজিএ এর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

চার রাউন্ডের এ টুর্নামেন্টে ২৩টি গ্রুপে বিভক্ত হয়ে মোট ৯০ জন গলফার অংশ নিচ্ছেন। এর মধ্যে ৮০ জন প্রফেশনাল ও ১০ জন অ্যামেচার গলফার।

নভোএয়ার সামাজিক দায়িত্ববোধ থেকেই দেশের ক্রীড়ান্নোয়নে ক্রিকেট, ফুটবল, ভলিবল, হকিসহ অন্যান্য খেলাধুলায়ও পৃষ্ঠপোষকতা করে আসছে। এরই ধারাবাহিকতায় এ প্রফেশনাল গলফ টুর্নামেন্ট আয়োজনে পৃষ্ঠপোষকতা করছে নভোএয়ার।

এর আগেও নভোএয়ার বিভিন্ন প্রফেশনাল গলফ টুর্নামেন্টের পৃষ্ঠপোষকতা করেছে।

বাংলাদেশ সময়: ১৭৩৮ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০১৭
পিআর/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।