ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

নভোএয়ার-বিপিজিএ গলফ টুর্নামেন্টের পুরস্কার বিতরণ

এভিয়াট্যুর ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৭ ঘণ্টা, মে ৪, ২০১৭
নভোএয়ার-বিপিজিএ গলফ টুর্নামেন্টের পুরস্কার বিতরণ নভোএয়ার-বিপিজিএ গলফ টুর্নামেন্টের পুরস্কার বিতরণ

ঢাকা: রাজধানীর কুর্মিটোলা গলফ ক্লাবে নভোএয়ার-বিপিজিএ কাপ প্রফেশনাল গলফ টুর্নামেন্টের বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (০৪ মে) বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী শ্রী বীরেন শিকদার।

নভোএয়ার’র পৃষ্ঠপোষকতায় বাংলাদেশ প্রফেশনাল গলফারস অ্যাসোসিয়েশন (বিপিজিএ) এ টুর্নামেন্টের আয়োজন করে।

চার দিনব্যাপী এ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছেন বাদল হোসেন।

দ্বিতীয় ও তৃতীয় হয়েছেন যথাক্রমে মোহাম্মদ দুলাল হোসেন ও জামাল হোসেন মোল্লা।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে নভোএয়ারের ব্যবস্থাপনা পরিচালক মফিজুর রহমান, পরিচালক মেজর ইকবাল কবির (অব.), বিপিজিএ’র প্রেসিডেন্ট আসিফ ইব্রাহিম, সেক্রেটারি জেনারেল ব্রিগেডিয়ার জেনারেল জি এম কামরুল ইসলাম (অব.), কুর্মিটোলা গলফ ক্লাব ও বিপিজিএ এবং অন্যান্য কর্তাব্যক্তিরা উপস্থিত ছিলেন।

কুর্মিটোলা গলফ ক্লাব মাঠে অনুষ্ঠিত চার রাউন্ডের এ টুর্নামেন্ট ২৩টি বিভাগে বিভক্ত হয়ে মোট ৯০ জন গলফার অংশ নিয়েছিলেন। এর মধ্যে ৮০ জন প্রফেশনাল ও ১০ জন অ্যামেচার গলফার।
 
নভোএয়ার সামাজিক দায়িত্ববোধ থেকেই দেশের ক্রীড়ান্নোয়নে ক্রিকেট, ফুটবল, ভলিবল, হকি খেলাসহ অন্যান্য খেলাধুলায়ও পৃষ্ঠপোষকতা করে আসছে। সেই ধারাবাহিকতায় এই প্রফেশনাল গলফ টুর্নামেন্ট আয়োজনে পৃষ্ঠপোষকতা করেছে নভোএয়ার। এরআগেও নভোএয়ার বিভিন্ন প্রফেশনাল গলফ টুর্নামেন্টের পৃষ্ঠপোষকতা করেছে।

বাংলাদেশ সময়: ১৮৫৪ ঘণ্টা, মে ০৪, ২০১৭
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।