আর প্রায় ১৪ মাস পর এমন চাঞ্চল্যকর ঘটনায় লাভবান হচ্ছে বাংলাদেশ। আন্তর্জাতিক ডোপিং পরীক্ষা কমিটির মাধ্যমে সুশীলার পদক কেড়ে নেওয়ায় পদক বাড়ছে বাংলাদেশের।
কারণ, সেবার এই ইভেন্টে বাংলাদেশের ভারোত্তোলক জহুরা আক্তার নিশি চতুর্থ হয়েছিলেন। তাই তাকে ব্রোঞ্জ পদক দেওয়া হচ্ছে।
ওই ইভেন্টে রুপাজয়ী শ্রীলঙ্কার ইশানি কালুথানত্রি পাবেন স্বর্ণ পদক। আর নেপালের তারা দেবী পাবেন রুপার পদক। চতুর্থ হওয়া নিশি পাচ্ছেন ব্রোঞ্জ।
বাংলাদেশ সময়: ১৫১৫ ঘণ্টা, ০৫ মে ২০১৭
এমআরপি