ঢাকা, শনিবার, ১৮ শ্রাবণ ১৪৩২, ০২ আগস্ট ২০২৫, ০৭ সফর ১৪৪৭

খেলা

আজারবাইজান যাচ্ছেন ৬ সাঁতারু

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:২১, মে ৮, ২০১৭
আজারবাইজান যাচ্ছেন ৬ সাঁতারু ছবি: সংগৃহীত

চতুর্থ ইসলামিক সলিডারিটি গেমসে অংশগ্রহণের লক্ষ্যে বাংলাদেশ জাতীয় সাঁতার দলের ৬ সদস্যের একটি দল আজারবাইজানে যাচ্ছে।

এ উপলক্ষে সোমবার (০৮ মে) নৌসদর দপ্তরে উক্ত প্রতিনিধি দলটি সুইমিং ফেডারেশনের সভাপতি ও নৌবাহিনী প্রধান এডমিরাল নিজামউদ্দিন আহমেদ এর সাথে সৌজন্য সাক্ষাত করে।

আজারবাইজানের বাকু শহরে আগামী ১২ মে থেকে ২২ মে পর্যন্ত অনুষ্ঠিতব্য গেমসে বাংলাদেশ জাতীয় সাঁতার দলের সাঁতারু মাহফুজা খাতুন শিলা, নাজমা খাতুন, রোমানা আক্তার, নাইমা আক্তার, জুয়েল আহমেদ ও মো: আরিফুল ইসলাম অংশগ্রহণ করবেন।

এই সফরে বাংলাদেশ দলের সাথে রয়েছেন দক্ষিণ কোরিয়ান কোচ তেগুন পার্ক এবং ম্যানেজার হিসেবে আছেন সুইমিং ফেডারেশনের সাধারণ সম্পাদক এম বি সাইফ।  

উল্লেখ্য, ইসলামিক সলিডারিটি স্পোর্টস ফাউন্ডেশন এর সদস্য হিসেবে বাংলাদেশসহ ৫৬ টি দেশের ক্রীড়াবিদরা উক্ত প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে।

বাংলাদেশ সময়: ১৮২১ ঘণ্টা, ০৮ মে ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।