ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ভারতের বিপক্ষে প্রথম ওয়ানডেতে খেলতে পারবেন না তাসকিন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৪ ঘণ্টা, ডিসেম্বর ১, ২০২২
ভারতের বিপক্ষে প্রথম ওয়ানডেতে খেলতে পারবেন না তাসকিন

কয়েকদিন বাদেই ঘরের মাঠে ভারতের বিপক্ষে সিরিজ বাংলাদেশের। বড় এই সিরিজের আগে দুঃসংবাদ পেয়েছে টাইগাররা।

পেসার তাসকিন আহমেদ প্রথম ওয়ানডে থেকে ছিটকে গেছেন। শঙ্কা আছে অধিনায়ক তামিম ইকবালকে নিয়েও।

সাম্প্রতিক সময়ে দীর্ঘ দিন ধরেই পিঠের চোটে ভুগছেন তাসকিন। বিসিবি নর্থ জোনের হয়। সদ্য সমাপ্ত বিসিএলে মাত্র এক রাউন্ড খেলতে পেরেছেন, নামেননি ফাইনালেও। এবার পিঠের চোট তাসকিনকে ছিটকে দিয়েছে ভারতের বিপক্ষে ওয়ানডে থেকেও।  

বিসিবি সূত্রে জানা গেছে, ব্যথা কমানোর জন্য ইনজেকশন নিয়েছেন তাসকিন। তবে প্রথম ওয়ানডেতো বটেই পুরো সিরিজেই তাকে পাওয়া নিয়ে আছে শঙ্কা। তার বদলি হিসেবে অন্তর্ভুক্ত হতে পারেন বাঁহাতি পেসার শরিফুল ইসলাম।

অন্যদিকে অধিনায়ক তামিমকে নিয়ে শঙ্কা তৈরি হয়েছে গতকালকের ক্লোজ ডোর অনুশীলন ম্যাচে পাওয়া চোটের জন্য। নিজেদের মধ্যে ভাগ হয়ে খেলা ম্যাচে তামিম হাঁকিয়েছেন সেঞ্চুরি। ৯৫ বলে ১১ চার ৩ ছক্কায় ১০১ রান করে হয়েছেন রান আউট। এই ম্যাচেই হাঁটুতে চোট পেয়েছেন তামিম। তাকে স্ক্যান করা হলেও এখনও এর ফল পাওয়া যায়নি।

বাংলাদেশ সময়: ১৩৩৪ ঘণ্টা, ডিসেম্বর ১, ২০২২
এমএইচবি/আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।