ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

‘মুশফিক খেলাকে গভীরে নিয়ে যায়’

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫২ ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০২২
‘মুশফিক খেলাকে গভীরে নিয়ে যায়’ ছবি : উজ্জ্বল ধর

চট্টগ্রাম থেকে : সিরিজ জয়ের পর এখন কিছুটা হলেও নির্ভার দল। আগের দিন চট্টগ্রামে এসে তাই শুক্রবার অনুশীলনে হাজির হননি খুব বেশি ক্রিকেটার।

যে পাঁচ-ছয়জন এলেন, তাদের একজন মুশফিকুর রহিম। নেটে ব্যাটও করলেন প্রায় দুই ঘণ্টা।  

ক্রিকেটের প্রতি তার নিবেদন নিয়ে প্রশ্ন ছিল না কখনোই। কিন্তু মাঠের পারফরম্যান্সে মুশফিক হতাশই করছেন গত কয়েক ম্যাচে। ওয়ানডেতে সর্বশেষ হাফ সেঞ্চুরির দেখা পেয়েছিলেন পাঁচ ম্যাচ আগে। ভারতের বিপক্ষে প্রথম দুই ওয়ানডেতে করেছেন ১২ ও ১৮ রান।  

এর মধ্যে প্রথম ম্যাচে ৪৫ বল খেলে একটি বাউন্ডারিও হাঁকাতে পারেননি মুশফিক। ব্যাট হাতে তিনি ছন্দে নেই, সেটিও স্পষ্ট হয় এতেই। তৃতীয় ওয়ানডেতে মাঠে নামার আগে বাংলাদেশ দলের সংবাদ সম্মেলনে এসেছিলেন ফিল্ডিং কোচ শেন ম্যাকডরমট। তার কাছেই প্রশ্ন, মুশফিকের সঙ্গে টিম ম্যানেজম্যান্টের কী আলাপ হলো?

জবাবে তিনি বলেছেন, ‘আমার মনে হয় মুশফিকের বিশ্বমানের ক্যারিয়ার আছে। খুব মূল্যবান খেলোয়াড় সে। পুরো ইনিংসজুড়ে ব্যাট করে ও খেলাটাকে গভীরে নিয়ে যায়। যদিও সে আগের দিনগুলোতে ব্যাট হাতে খুব বেশি রান করেনি, কিন্তু খেলাটাকে গভীরে নিয়ে গেছে রিয়াদকে নিয়ে। ’

‘হয়তো আমাদের ওপর রান রেটের কিছু চাপ পড়েছে। কিন্তু খেলাটাকে যত দীর্ঘ করেছি, গভীরে নিয়ে গেছি, তত প্রতিপক্ষের ওপর চাপ পড়েছে। তখন তারা শেষ কয়েক ওভারে ভুল করেছে আমাদের বদলে। ’

মুশফিকের পরিশ্রমী মানসিকতার কথা এলো ফিল্ডিং কোচের কণ্ঠেও, ‘মুশফিক ভার্সেটাইল ক্রিকেটার সব ফরম্যাটেই, যদিও টি-টোয়েন্টি থেকে অবসর নিয়েছে। সে যেভাবে প্রস্তুতি নেয়, ম্যাচে যায়, খেলা বুঝে, আপনি এর বেশি কিছু চাইতে পারেন না সিনিয়র ক্রিকেটারদের কাছ থেকে। তার সঙ্গে নির্বাচক বা অধিনায়কের কথা কী হয়েছে, আমি জানি না। তবে আমি তার ওয়ার্ক এথিকস নিয়ে খুশি। ’ 

বাংলাদেশ সময় : ১৩৫১ ঘণ্টা, ৯ ডিসেম্বর, ২০২২
এমএইচবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।