ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

হৃদয়ের অভিষেক, টস জিতে বোলিংয়ে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৩ ঘণ্টা, মার্চ ৯, ২০২৩
হৃদয়ের অভিষেক, টস জিতে বোলিংয়ে বাংলাদেশ

ওয়ানডে সিরিজটা পক্ষে যায়নি। যদিও শেষ ম্যাচ জিতে টি-টোয়েন্টি সিরিজে কিছুটা ফুরফুরে মেজাজে বাংলাদেশ।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে টস জিতে বোলিং নিয়েছেন টাইগার অধিনায়ক সাকিব আল হাসান।

অভিষেক হয়েছে তাওহীদ হৃদয়ের। সদ্য সমাপ্ত বিপিএলে দুর্দান্ত পারফরম করেন এই ডানহাতি ব্যাটার। সিলেট স্ট্রাইকার্সের হয়ে ১৩ ম্যাচে ১৪০ স্ট্রাইকারেটের উপরে ব্যাট করে আসরে ৪০৩ রান করেছেন তিনি। তাছাড়া ২০১৫ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে অভিষেক ম্যাচ খেলার পর আজ দ্বিতীয় ম্যাচ খেলতে নামছেন রনি তালুকদার। বিপিএলের পারফরম্যান্স দিয়ে দলে রাখতে বাধ্য করেছেন তিনি। রংপুর রাইডার্সের হয়ে ১৩ ম্যাচে ৪২৫ রান করেন ডানহাতি এই ওপেনার।  

বাংলাদেশ একাদশ: রনি তালুকদার, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত,  সাকিব আল হাসান (অধিনায়ক), তাওহীদ হৃদয়, আফিফ হোসেন, নাসুম আহমেদ,শামীম পাটোয়ারী, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, মুস্তাফিজুর রহমান।

ইংল্যান্ড একাদশ: জস বাটলার, ফিল সল্ট, দাভিদ মালান, বেন ডাকেট, মঈন আলী, স্যাম কারান, ক্রিস ওকস, ক্রিস জর্ডান, আদিল রশিদ, জফরা আর্চার, মার্ক উড।

বাংলাদেশ সময়: ১৪৩৩ ঘণ্টা, মার্চ ০৯, ২০২৩

এএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।