ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

তিন ভেন্যুতে আফগানিস্তান সিরিজ, টেস্ট হবে ঢাকায়

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২১ ঘণ্টা, মে ১৭, ২০২৩
তিন ভেন্যুতে আফগানিস্তান সিরিজ, টেস্ট হবে ঢাকায়

তিন ফরম্যাটের সিরিজ খেলতে বাংলাদেশে আসছে আফগানিস্তান। সাম্প্রতিক সময়ে দেশটির সঙ্গে বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ হচ্ছে।

সর্বশেষ টেস্টে বাংলাদেশকে তারা হারিয়ে দিয়েছিল। মাঝে কিছুদিন বিরতি দিয়ে তিন ফরম্যাটের সিরিজ খেলবে আফগানিস্তান।

এবার শুরুটা হবে টেস্ট দিয়েই। ১০ জুন প্রথম দফায় বাংলাদেশে আসবেন রশিদ খানরা। ঢাকায় মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ১৪ থেকে ১৮ জুন হবে একমাত্র টেস্ট। এরপর শুরু হবে ঈদুল আজহার বিরতি। এ সময়ে ভারতে খেলতে যাবে আফগানিস্তান।

তিন ওয়ানডে ও দুই টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলতে আবার বাংলাদেশে ফিরবে তারা পহেলা জুলাই। এই দুই ফরম্যাটের খেলা হবে ঢাকার বাইরে। ৫ জুলাই চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে হবে প্রথম ওয়ানডে।

একই ভেন্যুতে পরের দুই ওয়ানডে হবে ৮ ও ১১ জুলাই। তৃতীয় ম্যাচের পরদিন সিলেটে যাবে দুই দল। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ১৪ ও ১৬ জুলাই হবে দুইটি টি-টোয়েন্টি। ১৭ জুলাই বাংলাদেশ ছেড়ে যাবে আফগানিস্তান।  

বাংলাদেশ সময়: ১৬২১ ঘণ্টা, মে ১৭, ২০২৩
এমএইচবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।