ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

চমক নিয়ে ফিরছে কানাডার ‘গ্লোবাল টি-টোয়েন্টি’

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৬ ঘণ্টা, মে ১৮, ২০২৩
চমক নিয়ে ফিরছে কানাডার ‘গ্লোবাল টি-টোয়েন্টি’

ক্রিস গেইল, লাসিথ মালিঙ্গা, যুবরাজ সিং কিংবা স্টিভেন স্মিথদের মত বিশ্বের বড় বড় তারকাদের নিয়ে গ্লোবাল টি-টোয়েন্টি টুর্নামেন্ট আয়োজন করে হইছই ফেলে দিয়েছিল কানাডা। তবে করোনা ভাইরাসের প্রকোপে দুই আসর পর এটি আর মাঠে গড়ায়নি।

এবার চমক নিয়ে আবারও ফিরছে গ্লোবাল টি-টোয়েন্টি কানাডা।  

কানাডার ফ্র্যাঞ্চাইজিভিত্তিক এই টুর্নামেন্ট অন্টারিওর ব্র্যাম্পটন স্পোর্টস পার্কে ২০ জুলাই থেকে শুরু হবে। ক্রিকেট কানাডা ও গ্লোবাল টি-টোয়েন্টি ম্যানেজম্যান্টের আয়োজনে এই টুর্নামেন্ট চলবে আগস্টের ৬ তারিখ পর্যন্ত।  

৬টি ফ্র্যাঞ্চাইজি গ্লোবাল টি-টোয়েন্টি কানাডায় অংশ নিতে পারবে। প্রতিটি স্কোয়াডে থাকবে ১৬ জন ক্রিকেটার। তার মধ্যে দুইজন মার্কিন ক্যাটাগরিতে (বিশ্বব্যাপি পরিচিত তারকা ক্রিকেটার), ৩ জন কানাডার জাতীয় দলের ক্রিকেটার এবং ৩ জন থাকবেন কানাডার ইমার্জিং ক্রিকেটার। ১৮ দিনের ব্যবধানে তারা খেলবেন ২৫টি ম্যাচ।

এই টুর্নামেন্ট আবার মাঠে গড়ানো নিয়ে রোমাঞ্চিত ক্রিকেট কানাডার প্রেসিডেন্ট রাশপাল বাজওয়া, ‘কানাডার অন্যতম প্রধান এই ইভেন্টের ঘোষণা দিতে পেরে ক্রিকেট কানাডা অনেক রোমাঞ্চিত। গ্লোবাল টি-টোয়েন্টি আবার ফিরছে, আগের আসরগুলোর মতো এবারও ক্রিকেট ভক্তদের বিনোদিত করতে পারবে এই টুর্নামেন্ট। ’

বাংলাদেশ সময়: ১৯৩৬ ঘণ্টা, মে ১৮, ২০২৩
এআর/আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।