ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

কোচদের ছাড়া ক্যাম্প শুরু হচ্ছে সোমবার

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৮ ঘণ্টা, জুলাই ৩০, ২০২৩
কোচদের ছাড়া ক্যাম্প শুরু হচ্ছে সোমবার ফাইল ছবি

মাহমুদউল্লাহ রিয়াদ একাডেমি মাঠে এলেন জাতীয় দলের ফিজিও মুজাদ্দেদে আলফে সানিকে নিয়ে। দীর্ঘদিন পর দেখা গেলো জাতীয় দলের স্টাফদের নিয়ে তাকে কাজ করতে।

ইনডোর হয়ে একাডেমি মাঠে এসেছিলেন সৌম্য সরকারও। সোমবার থেকে অবশ্য বদলে যাবে মিরপুরের দৃশ্য।

এশিয়া কাপ ও বিশ্বকাপ সামনে রেখে ৩২ ক্রিকেটার নিয়ে এদিন শুরু হবে ফিটনেস ক্যাম্প। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে ব্যস্ত ক্রিকেটাররা অবশ্য থাকবেন না সেখানে। থাকছেন না হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহেসহ কোচিং স্টাফের সদস্যরা। ৮ আগস্ট স্কিল অনুশীলন শুরু হলে যোগ দেবেন। এছাড়া ৩ আগস্ট ৩২ ক্রিকেটার নিয়ে হবে ইয়ো ইয়ো টেস্ট। এ নিয়ে রোববার মিরপুরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু।

তিনি বলেন, ‘আমাদের ফিটনেস ক্যাম্প শুরু হচ্ছে। ৩ তারিখে ইয়ো ইয়ো টেস্ট আছে। আমরা দেখতে চাচ্ছি খেলোয়াড়দের ফিটনেস লেভেলটা কোন পর্যায়ে আছে। একটা মান দেখার জন্য। আমরা ৩২ জন খেলোয়াড় তৈরি করেছি। ওরা ইয়ো ইয়ো টেস্ট করে যাবে। তারপর স্কিল শুরু হবে ৮ তারিখে। এর আগে ৫-৬ তারিখে ২১ বা ২২ জনের একটা দল দেব। ওরাই স্কিল করবে এশিয়া কাপের জন্য। ’

জাতীয় দলের বেশ কয়েকজন অভিজ্ঞ ক্রিকেটারকে নিয়েই সংশয় আছে। প্রশ্ন আছে তাদের ফিটনেস নিয়েও। ইয়ো ইয়ো টেস্টে দেখে কি বাদ পড়তে পারেন কেউ? নান্নু বলছেন, এই টেস্ট কেবল ফিটনেসের মান দেখার জন্য।

তিনি বলেন, ‘ইয়ো ইয়ো টেস্টটা কেবল দেখার জন্য কার কী অবস্থা। স্টান্ডার্ডটা তো দেখতে হবে। অনেকদিন হয় প্রথম শ্রেণি, প্রিমিয়ার লিগ শেষ করেছে, অনেক লম্বা (কারো কারো বিরতি)। কেউ কেউ ইমার্জিং শেষ করেছে, কেউ টাইগার্স ক্যাম্পে ছিল। দেখার জন্য কতটুকু আছে রেঞ্জ তাদের। ’

ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল এখন আছে লন্ডনে। সেখানে পিঠের চোট থেকে সেরে উঠতে ইনজেকশন নিয়েছেন তিনি। তার ব্যাপারে নান্নু বলেন, ‘মেডিকেল থেকে আমরা এখনো কোন আপডেট পাইনি। আমরা দল তৈরি করার আগে আশা করছি একটা রিপোর্ট পাব। আশা করছি অবশ্যই সুস্থ হয়ে ফিরে আসবে তাড়াতাড়ি। ’

‘খেলোয়াড়ের ইনজুরি আপডেট যদি আগে জানা যায় অনেক সুবিধা হয়। এটা মেডিকেল থেকে আপডেট জানানো হয়। এটা শুধু জাতীয় দলের খেলোয়াড় না। এইচপিসহ সব খেলোয়াড়ের আপডেট আমরা পেয়ে থাকি, তারপর ইনশিয়েটিভ নেউ। কিছু কিছু ইনজুরি আছে খেলতে খেলতে…খেলোয়াড়রাও খেলে যায়। এটা দুর্ভাগ্যজনক। এভাবে বলা যায় না ইনজুরিটা কার কখন আসে। এখনো বলতে পারি না কালকে কি আছে। মেডিকেল বিভাগ থেকে আমরা সব সময় পজেটিভের আশায় থাকি। ’

বাংলাদেশ সময় : ১৪২৫ ঘণ্টা, জুলাই ৩০, ২০২৩
এমএইচবি/এএইচএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।