ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

তামিমের সঙ্গে নামের মিলে অনুপ্রেরণা খুঁজে পান ‘ছোট তামিম’

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩০ ঘণ্টা, আগস্ট ১৭, ২০২৩
তামিমের সঙ্গে নামের মিলে অনুপ্রেরণা খুঁজে পান ‘ছোট তামিম’

একজনের ডাকনাম ‘তামিম’ আরেকজনের এটাই সব। বাংলাদেশের ক্রিকেটে ‘তামিম’দের নিয়ে আলাপ হয়েছে অনেকক্ষণ।

এতদিনে তারা পরিচিতও হয়ে গেছেন বেশ। তানজিদ হাসান তামিম ও তামিম ইকবালের মিল শুধু নামেই আটকে নেই। দুজনেই উদ্বোধনী ব্যাটার, তাদের খেলার ধরনেও মিল খুঁজে পান অনেকে।  

তবে তামিম ইকবালের ক্যারিয়ার এখন প্রায় সায়াহ্নে। পথচলার কেবল শুরু হলো তানজিদ তামিমের জন্য। ছোটবেলা থেকে বড় তামিমকে দেখে বেড়ে উঠেছেন তানজিদ, এখন দলে সুযোগও পেলেন ওই তামিমের চোটের কারণে। এশিয়া কাপ দিয়েই প্রথমবার জাতীয় দলের স্কোয়াডে ডাক পেয়েছেন তামিম।

গত চারদিন দলের সঙ্গে আনুষ্ঠানিক অনুশীলন করেছেন। ছিলেন ম্যাচের আবহে প্রস্তুতির মধ্যমণিও। বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে তানজিদের কথায় ছিল পরিপক্কতার ছাপ। তামিম ইকবালের সঙ্গে তার ‘মিল’ আলোচনায় আসে প্রায়ই। দুদিন আগেই ছোটবেলার তামিম ইকবালের সঙ্গে তার মিলের কথা বলেছেন খালেদ মাহমুদ সুজন। এসব শুনে কেমন লাগে তার?

তানজিদ বলেন, ‘এই কথাটা আমি অনেক আগে থেকে শুনছি (তামিম ইকবালের সঙ্গে মিল)। সত্যি কথা বলতে ছোট বেলায় উনার খেলা দেখে বড় হয়েছি। খেলা দেখার অনুপ্রেরণা পেয়েছি যেহেতু উনার নামের সঙ্গে আমার নামের মিল ছিল। এজন্য আর কী ছোট থেকে খেলা দেখা হয়েছে বেশি। উনি আমাদের জন্য আদর্শ। উনার খেলার দেখে অনেক কিছু শেখার চেষ্টা করি। কীভাবে সবকিছু নিয়ন্ত্রণ করেন। কোন পরিস্থিতিতে কীভাবে খেলেন। অবশ্যই একটা অনুপ্রেরণা। ’

এশিয়া কাপের স্কোয়াড থেকে পিঠের চোটের কারণে ছিটকে গেছেন তামিম ইকবাল। এ টুর্নামেন্টের স্কোয়াড দিয়েই প্রথমবারের মতো সুযোগ পেয়েছেন তানজিদ। তাদের তাই দেখা হওয়ার কথা নয় খুব একটা। তবুও তার সঙ্গে কি আলাদা কিছু নিয়ে কথা হয়েছে কখনও? তানজিদ বলেন, ‘যখন উনার সঙ্গে দেখা হয়, কথা হয়। সব বিষয়েই। ’

বাংলাদেশের উদ্বোধনী ব্যাটিং নিয়ে অনিশ্চয়তা অনেকদিনের। এবার এখানে পাদপ্রদীপের আলোয় অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী তানজিদ। কিছুদিন আড়ালে থাকলেও তিনি নিজের কাড়েন ইমার্জিং এশিয়া কাপ দিয়ে। তামিমের অনুপুস্থিতে উদ্বোধনী জায়গাটা ধরে রাখতে চান তিনি।

তানজিদ বলেন, ‘অবশ্যই গুরুত্ব আছে। শুধু আমার জায়গা না প্রত্যেকের জায়গাটা গুরুত্বপূর্ণ সবার জন্য। আর আমি মনে করি তামিমের ভাইয়ের যে কথাটা বললেন উনি সবার জন্য আদর্শ। উনাকে দেখে ছোট থেকে বড় হয়েছি আমি। চেষ্টা করব নিজের সেরাটা দেওয়ার, জায়গাটা ধরে রাখার। ’

‘আলহামদুলিল্লাহ যে জাতীয় দলে সুযোগ পেয়েছি। তারপরও এশিয়া কাপের মতো একটা মঞ্চে সুযোগ পেয়েছি। সিনিয়রদের সঙ্গে এর আগেও খেলা হয়েছে আমার। বিভিন্ন ঘরোয়া টুর্নামেন্টগুলোতে, বিসিবি প্রেসিডেন্ট কাপ, সব জায়গাতেই খেলা হয়েছে। তো উপভোগ করছি অনেক। ’

বাংলাদেশ সময় : ১৪২৫ ঘণ্টা, আগস্ট ১৭, ২০২৩
এমএইচবি/এএইচএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।