ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

চারে ভারতের সমাধান কোহলি?

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩০ ঘণ্টা, আগস্ট ১৭, ২০২৩
চারে ভারতের সমাধান কোহলি?

বিশ্বকাপের আগমুহূর্তে ফের ভারতের জন্য চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে চার নম্বর ব্যাটিং পজিশন। ২০১৭ সালের পর থেকে এই পজিশনে এক ডজন ব্যাটারকে সুযোগ দিয়েছে টিম ম্যানেজমেন্ট।

কিন্তু কেউই থিতু হতে পারেননি লম্বা সময়ের জন্য। কিছুদিন আগে অধিনায়ক রোহিত শর্মাও জানিয়েছেন এনিয়ে দুশ্চিন্তার কথা।

আগামী অক্টোবরে শুরু হতে যাওয়া বিশ্বকাপে চার নম্বরে বিরাট কোহলিকে পছন্দ ভারতের সাবেক কোচ রবি শাস্ত্রীর। ক্যারিয়ারে বেশিরভাগ সময় তিনেই ব্যাট করেছেন কোহলি। ২৬৫ ইনিংসের ভেতর ওয়ানডেতে চারে খেলেছেন ৪২ ইনিংস। যেখানে ৫৫.২১ গড়ে ১ হাজার ৭৬৭ রান করেছেন তিনি।  

সেটা ভালোভাবেই জানেন শাস্ত্রী। তাই তো চার নম্বরের সমাধান হিসেবে কোহলির নাম তুললেন তিনি। এমনকি গত বিশ্বকাপে ভারতের কোচ থাকাকালীন কোহলিকে চারে খেলানোর ইচ্ছাও ছিল তার।

শাস্ত্রী বলেন, ’কোনো খেলোয়াড়ই কোনো ব্যাটিং পজিশনের মালিক নয়। কোহলিকে যদি চারে ব্যাট করতে হয়, তাহলে দলের হয়ে চারেই ব্যাট করবে। আমি নিজেই আগের দুই বিশ্বকাপের জন্যও কোহলিকে চারে ব্যাট করানোর কথা ভেবেছিলাম। আমি এমএসকে-এর(সাবেক নির্বাচক) সঙ্গে এই নিয়ে আলোচনাও করেছি। আসলে প্রথমে যদি আমরা দুই বা তিন উইকেট হারিয়ে বসতাম, তবে দলের হাল ধরার জন্য মিডল অর্ডারে অভিজ্ঞতার প্রয়োজন। চার নম্বর পজিশনেও কোহলির রেকর্ড কিন্তু বেশ ভালো। ’

বিশ্বকাপে ইশান কিষাণকে ওপেনার হিসেবে চান শাস্ত্রী। প্রয়োজনে রোহিতকে নিচে ব্যাটিং করার পরামর্শ দিলেন তিনি, ’ব্যাটিং অর্ডারের ঠিক উপরের দিকে ইশান কিষাণের ব্যাট করা উচিত। অধিনায়ক হিসেবে রোহিত অনেক অভিজ্ঞ। ও তিন বা চারে ব্যাট করতে পারে। এখানেই আপনাকে প্লেয়ারের ফ্রেম অফ ফাইন্ড দেখতে হবে। শীর্ষে ব্যাট করার পরিবর্তে শুভমনকে ৩ বা ৪ নম্বরে ব্যাট করতে বলা হলে ও কি করবে? ’

বাংলাদেশ সময়: ১৬২৭ ঘণ্টা, আগস্ট ১৭, ২০২৩
এএইচএস   
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।