ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

পিসিবি থেকে হাফিজের পদত্যাগ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩২ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০২৩
পিসিবি থেকে হাফিজের পদত্যাগ

জাকা আশরাফের নেতৃত্বে নতুন ম্যানেজমেন্ট আসার পর পাকিস্তান ক্রিকেট বোর্ডে (পিসিবি) টেকনিক্যাল কমিটি গঠন করা হয়। যার প্রধান হিসেবে আছেন সাবেক ব্যাটার মিসবাহ-উল-হক।

এছাড়া রাখা হয়েছিল আরও দুই সাবেক ক্রিকেটার ইনজামাম-উল-হক ও মোহাম্মদ হাফিজ। প্রধান নির্বাচক হওয়ার পর সেই পদ থেকে সরে দাঁড়ান ইনজামাম। এবার হাফিজও পদত্যাগ করে চলে গেলেন পিসিবি থেকে।

সদ্য সমাপ্ত এশিয়া কাপে শক্তিশালী দল নিয়েও ভরাডুবি হয় পাকিস্তানের। ভারতের কাছে বড় ব্যবধানে হারের পর শ্রীলঙ্কার বিপক্ষে নাটকীয়ভাবে হেরে যায় তারা। যার ফলে খেলতে পারেনি ফাইনালে। এশিয়া কাপের পারফরম্যান্সের পর মিটিংয়ে টিম ম্যানেজমেন্টকে জবাবদিহিতা করে টেকনিক্যাল কমিটি।

তবে সেই মিটিংয়ের পরই গতকাল রাতে টুইট বার্তায় পদত্যাগের কথা জানান হাফিজ। তিনি লেখেন, ‘আমি পাকিস্তান ক্রিকেটের টেকনিক্যাল কমিটি ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। সাম্মানিক সদস্য হিসেবে কাজ করেছি এখানে। জনাব জাকা আশরাফকে এ সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ দিতে চাই। যখনই পাকিস্তান ক্রিকেটের জন্য কোনো পরামর্শ জাকা আশরাফ চাইবেন, আমি প্রস্তুত। পাকিস্তান ক্রিকেটের জন্য সব সময়ের মতোই শুভকামনা। ’

টেকনিক্যাল কমিটির কাজের আওতার মধ্যে ছিল ঘরোয়া কাঠামো, সূচি, প্লেয়িং কন্ডিশন, জাতীয় নির্বাচক কমিটির নিয়োগ, জাতীয় দলের কোচদের নিয়োগের পাশাপাশি কেন্দ্রীয় ও ঘরোয়া চুক্তি, আম্পায়ার, রেফারি ও কিউরেটরদের উন্নতি সম্পর্কে পরামর্শ দেওয়া। সেই কমিটিতে এখন কেবল মিসবাহই রইলেন।

বাংলাদেশ সময়: ১৩২৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০২৩
এএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।